বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৩:০২

তামিম-লিটনকে সুখবর দিল আইসিসি

তামিম-লিটনকে সুখবর দিল আইসিসি

স্পোর্টস ডেস্ক : চলমান নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ওপেনার তানজিদ হাসান তামিম। প্রথম দুই ম্যাচেই হেসেছে তার ব্যাট। ভালো খেলার ছাপ পড়েছে তার র‍্যাঙ্কিংয়ে। তামিমের মতো র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন লিটন দাসও। এই দুই ক্রিকেটারই আইসিসি থেকে পেয়েছেন সুখবর।

প্রতিবারের ন্যায় বুধবার পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নতুন র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে আছেন তামিম। এক ধাপ এগিয়ে লিটনের অবস্থান ৪৭তম।

টি-টোয়েন্টি ফরম্যাটের ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা। দুইয়ে অবস্থান তার সতীর্থ তিলক ভার্মার। তৃতীয় ও চতুর্থ স্থানটি দুই ইংলিশ ক্রিকেটারের দখলে। তারা হলেন যথাক্রমে ফিল সল্ট ও জস বাটলার। তালিকার পাঁচে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।

এই ফরম্যাটের বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ডের জ্যাকব ড্যাফি। ৭১০ রেটিং নিয়ে দুইয়ে ইংল্যান্ডের আদিল রশিদ। আকিল হোসেন ও ভরুণ চক্রবর্তী রয়েছেন তৃতীয় ও চতুর্থ স্থানে। ৭০০ রেটিং নিয়ে পাঁচে অস্ট্রেলিয়ার জাম্পা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে