শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৬:১৪

সেরা পাঁচের সর্বোচ্চ গোলদাতার পরিচয় জানা গেল

সেরা পাঁচের সর্বোচ্চ গোলদাতার পরিচয় জানা গেল

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ গোল কার? উত্তরটা সবার জানা। আজ ভেনেজুয়েলার বিপক্ষে দুবার জালের দেখা পাওয়া মেসি ১৯৪ ম্যাচে করেছেন ১১৪ গোল। সর্বোচ্চ গোলের তালিকায় পরের চারজন কারা?

দিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার, সম্ভবত সর্বশ্রেষ্ঠই। ভেনেজুয়েলা ম্যাচের আগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি ছিলেন পাঁচ নম্বরে। দুই, তিন ও চার নম্বরের তিনজনকে বাদ দিয়ে আগে ম্যারাডোনার প্রসঙ্গ টানার কারণ হচ্ছে, ভেনেজুয়েলা ম্যাচের পর তিনি আর সর্বোচ্চ গোলদাতার তালিকায় সেরা পাঁচে নেই।

ম্যারাডোনাকে ছয়ে ঠেলে পাঁচ নম্বর স্থানটি দখল করেছেন ইন্টার মিলান স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের একাদশে তিনি ছিলেন না, ৭৪ মিনিটে নামেন হুলিয়ান আলভারেজের বদলি হিসেবে। ২ মিনিট পরই নিকোলাস গঞ্জালেসের অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি। ২০১৮ সালে অভিষেক হওয়া এই তারকার আর্জেন্টিনার জার্সিতে ৭১ ম্যাচে গোলসংখ্যা হলো ৩৩। ম্যারাডোনা ৮৪ ম্যাচে করেছিলেন ৩২ গোল।

সেরা পাঁচের সর্বোচ্চ গোলদাতা ও পঞ্চম সর্বোচ্চ গোলদাতার পরিচয় জানা গেল। দুই, তিন ও চার নম্বর পজিশনগুলোতে কারা রয়েছেন? গ্যাব্রিয়েল বাতিস্তুতা ৭৭ ম্যাচে ৫৫, সার্জিও আগুয়েরো ১০১ ম্যাচে ৪১ ও হারনান ক্রেসপো ৬৪ ম্যাচে ৩৫ গোল করে রয়েছেন যথাক্রমে দুই, তিন ও চার নম্বরে।

বাতিস্তুতার ২০০২, আগুয়েরোর ২০২১ ও ২০০৭ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়েছে ক্রেসপোর। অর্থাৎ ২৮ বছর বয়সি মার্টিনেজ এই তিনজনকে পেছনে ফেলার সুযোগ পাচ্ছেন। মেসিরও ক্যারিয়ার শেষের পথে, ৩৮ বছর বয়সি জাদুকর দেশের মাটিতে আজ শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। যুক্তরাষ্ট্র বিশ্বকাপের আগে আর্জেন্টিনার মাটিতে তাদের আর কোনো ম্যাচ নেই। মেসি যুক্তরাষ্ট্র বিশ্বকাপে খেলবেন কি না, সেটাও এখনও ধোঁয়াশায়। তবে মার্টিনেজের পক্ষে মেসির ১১৪ গোলকে পেছনে ফেলা একটু দুরূহই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে