শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৭:৪৪

তরুণ ক্রিকেটাররা ভালো করলেও সিনিয়র ক্রিকেটারদের কেউই বেঞ্চমার্ক ছুঁতে পারেননি

তরুণ ক্রিকেটাররা ভালো করলেও সিনিয়র ক্রিকেটারদের কেউই বেঞ্চমার্ক ছুঁতে পারেননি

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগকে (এনসিএল) সামনে রেখে ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এনসিএল ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। সেই টেস্টে অংশ নিয়েছেন এনামুল হক বিজয়, সোহাগ গাজীরা। বিসিবির পক্ষ থেকেও তাদের নিষেধ করা হয়নি। তার মানে দাঁড়ায় আসন্ন এনসিএল টি-টোয়েন্টি লিগে খেলতে বাধা নেই বিজয়দের।

এনসিএলকে সামনে রেখে অনুষ্ঠিত ফিটনেস টেস্টে ১৬০০ মিটার দৌড়ে সিনিয়র ক্রিকেটারদের প্রায় সবাই বেঞ্চমার্ক বা ন্যূনতম টাইমিং করতে পারেননি। অ্যাথলেটিক্স ট্র্যাকে চার পাকে ন্যূনতম সময় বেঁধে দেওয়া হয়েছিল ৬ মিনিট ৪০ সেকেন্ড। অধিকাংশ সিনিয়র ক্রিকেটাররাই এর চেয়ে বেশি সময় নিয়েছেন।

জানা গেছে, ১৬০০ মিটার দৌড়ে বরিশালের সোহাগ গাজী সময় নিয়েছেন ৭ মিনিট ৫০ সেকেন্ড, যা নির্ধারিত সময়ের চেয়ে বেশি। খুলনার জিয়াউর রহমান ও রংপুরের নাঈম ইসলাম সময় নেন ৭ মিনিট ৫০ সেকেন্ড। ১৬০০ মিটার দৌড়াতে সবচেয়ে বেশি ৮ মিনিট ৫০ সেকেন্ড সময় নিয়েছেন নাবিল সামাদ। বিসিবির এই ফিটনেস টেস্ট পাস করতে পারেননি রংপুরের তানভির ইসলাম, বরিশালের পেসার তৌহিদুল ইসলাম রাসেল, শেখ অন্তররাও।

পরীক্ষকরা জানান, রাজশাহীর তরুণ ক্রিকেটাররা ভালো করলেও সিনিয়র ক্রিকেটারদের কেউই বেঞ্চমার্ক ছুঁতে পারেননি। বিসিবির অনুমতি নিয়ে ইংল্যান্ডে স্যাটারডে লিগ ও যুক্তরাষ্ট্রে ক্রিকেট লিগ খেলা কামরুল ইসলাম রাব্বি, সাব্বির রহমানরা ফিটনেস টেস্ট দেবেন পরে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে