স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানাল আইপিএলের ৩ জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। শনিবার ৩০ বছরে পা দিলেন ‘দ্য ফিজ’ নামে পরিচিত বাঁহাতি এই পেসার।
আইপিএলে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মোস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শুরু, এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। ২০২৫ সালে তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালসে।
তার ৩০তম জন্মদিনে চেন্নাই তাকে শুভেচ্ছা জানিয়েছে। তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘বাংলার এক বাঘ, যার সাহস আবার সিংহের মতো। ফিজের জন্মদিন অসাধারণ কাটুক, এই শুভকামনা জানাচ্ছি।’
চলতি বছর দিল্লির হয়ে খেলেছেন তিনি। সে দলটাও শুভেচ্ছা জানিয়েছে মোস্তাফিজকে। লিখেছে, ‘৩০ বছর পূর্ণ করা ফিজকে আমরা শুভকামনা জানাচ্ছি।’
রাজস্থান রয়্যালসও লিখেছে, ‘তার সেই ফিজি ধীরগতির কাটারগুলোকে স্মরণ করছি। আমাদের পুরোনো বন্ধু মোস্তাফিজুর রহমানকে আমরা জন্মদিনের শুভকামনা জানাচ্ছি।’
আইপিএল ইতিহাসে বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো পারফর্ম করেছেন মোস্তাফিজ। এখন পর্যন্ত ৬০ ম্যাচে তার শিকার ৬৫ উইকেট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও মোস্তাফিজের অর্জন কম নয়। ১১৩ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ১৪২ উইকেট। এ তালিকায় তিনি পঞ্চম স্থানে আছেন। বাংলাদেশের সেরা সাকিব আল হাসানের উইকেট সংখ্যা ১৪৯, আর শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান ১৬৭ উইকেট নিয়ে।
সাম্প্রতিক সময়ে নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে তিন উইকেট নেন মোস্তাফিজ। সেই সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে জয় পায়।
আইপিএলে বিদেশি খেলোয়াড়দের মধ্যে একমাত্র মোস্তাফিজই উদীয়মান খেলোয়াড়ের (ইমার্জিং প্লেয়ার) পুরস্কার জিতেছেন। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেই তিনি জায়গা করে নেন বিশ্ব ক্রিকেটের আলোচনায়।