শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২২:২৫

লিটন দাস এখন টি-টোয়েন্টিতে ছক্কার রাজা!

লিটন দাস এখন টি-টোয়েন্টিতে ছক্কার রাজা!

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। হংকংকে ৭ উইকেটে হারিয়েছে লিটনের দল। হংকংয়ের বিপক্ষে একটি ছক্কা মেরেছেন টাইগার অধিনায়ক। আর তাতেই লিটন বনে গেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ছক্কার রাজা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জয় থেকে মাত্র ২০ রান দূরে থাকতে আর ব্যক্তিগত ৪২ রানে প্রথম বড় শটের চেষ্টা করেন লিটন। ইয়াসিন মুর্তজার বলে মিড উইকেট দিয়ে স্লগ সুইপের সেই শট ছক্কা হয়েছে।

নামের পাশে ৭৭ ছক্কা নিয়ে বৃহস্পতিবার ব্যাট করতে নেমেছিলেন লিটন। লিটন দাস মাহমুদউল্লাহরকে টপকে ছক্কার রেকর্ড নিজের একার করে নিয়েছেন। আর সেটা মাহমুদউল্লাহর চেয়ে ২১ ইনিংস কম খেলেই।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার মালিক হওয়ার মাধ্যমে এই সংস্করণে দেশীয় গণ্ডিতে নিজের অর্জনকে আরও সমৃদ্ধ করলেন লিটন। আগে থেকেই টি-টোয়েন্টির আরও দুটি গুরুত্বপূর্ণ রেকর্ড তারই দখলে। একটি সর্বোচ্চ ফিফটিতে। চলতি মাসের শুরুর দিকেই সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ফিফটি করে (৪৬ বলে ৭৩) দেশের হয়ে সর্বোচ্চ ১৪ ফিফটির মালিক হন তিনি। পেছনে ফেলেন সাকিব আল হাসানকে।

এছাড়া বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ন্যূনতম ৮০০ রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে লিটনের স্ট্রাইক রেটই (১২৬.২৩) সবচেয়ে বেশি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে