স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে এশিয়া কাপ শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। শ্রীলঙ্কাকে ১৪০ রানের লক্ষ্য দেওয়ার পর ৩২ বল বাকি থাকতেই ৬ উইকেটে হেরেছে লিটন দাসের দল। এমন বড় হারে টাইগারদের জন্য সুপার ফোরের সমীকরণটাও বেশ কঠিন হয়ে গেছে।
বাংলাদেশের জন্য আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি ম্যাচ এখন বাঁচা-মরার। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ওই ম্যাচে তাদের জিততেই হবে। টস হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম দুই ওভারে কোনো রান তোলার আগেই ২ উইকেট হারিয়ে ফেলে। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে মাত্র ৩০ রান। পরে টেনেটুনে ১৩৯ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।
ম্যাচ শেষে ব্যাটিংয়ের শুরুটা নিয়ে হতাশা ঝরেছে টাইগার অধিনায়ক লিটন দাসের কণ্ঠে। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন জানান, ‘পাওয়ারপ্লেতেই আমরা ম্যাচ হেরে গেছি মনে হয়। উইকেট অনেক ভালো ছিল ব্যাট করার জন্য। ১৭০-১৮০ রান করতে পারলে সুযোগ ছিল। ভালো উইকেটে ১৪০ রান করলে আপনাকে ভালো বোলিং এবং ফিল্ডিং করতে হবে। যা আমরা করতে পারিনি।’
আফগানিস্তানের সঙ্গে ম্যাচ অনেকটা কাপ ফাইনালের মতো বলেও মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘সেরকমই (ফাইনালের মতো), দেখা যাক।’ মাঠে হাজির হয়ে হারের সাক্ষী হওয়া দর্শকদের উদ্দেশে লিটন বলেন, ‘সব সাপোর্টারদের ধন্যবাদ। দেশের বাইরে আমরা খেললেই তারা আমাদের সমর্থন দিতে চলে আসেন। আমি আশা করব তারা আবার এসে আমাদের সাপোর্ট করবেন।’
লঙ্কান বোলারদের সামনে শুরুতেই তটস্থ ছিল বাংলাদেশ। দলীয় রানের খাতা খোলার আগেই তারা ২ উইকেট হারিয়ে বসে। এরপর ৯.৫ ওভারে ৫৩ রান তুলতেই হারায় ৫ উইকেট। এই অবস্থায় বাংলাদেশকে অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কা থেকে বাঁচিয়ে শামীম পাটোয়ারী ৪২ ও জাকের আলি ৪১ রান করেন। বিপরীতে পাথুম নিশাঙ্কা ৫০ ও কামিল মিশারা ৪৬ রান করতেই জয় নিশ্চিত হয় লঙ্কানদের।