স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এশিয়া কাপে নিজেদের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় রয়েছে। আজ বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে এশিয়া কাপের বাকি অংশে অংশগ্রহণ করবে কিনা এই সিদ্ধান্ত জানিয়ে দেবে পিসিবি।
পিসিবির মুখপাত্র আমীর মির মঙ্গলবার জানিয়েছিলেন, পাকিস্তানের এশিয়া কাপে থাকা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, ‘পরামর্শ চলছে, এবং পাকিস্তানের স্বার্থে আগামীকাল (আজ বুধবার) চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
তবে বোর্ড স্পষ্ট করে দিয়েছে যে, পাকিস্তান দলের মাঠে নামা নির্ভর করছে ভারতের বিপক্ষে ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ করবে কি না তার ওপর।
সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, পাইক্রফটকে অপসারণ না করলে পাকিস্তান পুরো টুর্নামেন্ট থেকে সরে যেতে পারে। ভারত-পাকিস্তান ম্যাচের পর হ্যান্ডশেক না করার বিতর্কই এই সিদ্ধান্তের মূল কারণ। পাকিস্তান ক্রিকেট বোর্ড পাইক্রফটকে পরিস্থিতি সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হওয়ার জন্য দায়ী করছে এবং তার অপসারণের জন্য দৃঢ় অবস্থান নিয়েছে।
রবিবার ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও শিবম দুবে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক না করে মাঠে ছাড়েন। পাকিস্তানি খেলোয়াড়রা কেবল নিজেদের মধ্যে হাত মিলিয়ে মাঠ ত্যাগ করেন। এমনকি আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোনো প্রতিনিধি পাঠায়নি পাকিস্তান। তবে পাকিস্তান দল আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে আইসিসি একাডেমিতে অনুশীলন করেছে।
তবে, পাকিস্তান দলের ম্যানেজমেন্ট এখনো এই বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে কোনো অফিসিয়াল যোগাযোগ পায়নি। সূত্রে আরো বলা হয়েছে, যদি পাকিস্তানের অনুরোধ প্রত্যাখ্যাত হয়, তাহলে দল পুরো টুর্নামেন্ট থেকে সরে যেতে পারে।
আইসিসি পাকিস্তানের অনুরোধ প্রত্যাখ্যান করলে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।