বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:১৫:১৫

শেষ পর্যন্ত পাকিস্তানের ‘বিজয়’, যে সিদ্ধান্ত আসছে এশিয়া কাপে

শেষ পর্যন্ত পাকিস্তানের ‘বিজয়’, যে সিদ্ধান্ত আসছে এশিয়া কাপে

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানোর ঘটনায় প্রতিবাদে সরব পাকিস্তান। ওই ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটেরও ভূমিকা ছিল বলে অভিযোগ তুলে তাকে এশিয়া কাপ থেকে প্রত্যাহারের দাবি জানায় পিসিবি। অন্যথায় পাকিস্তান টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারেরও হুঁশিয়ারি দেয়। যদিও আইসিসি তাদের সেই দাবি নাকচ করে দেয়। এরই মাঝে নিজেদের দাবিতে অনড় পাকিস্তান ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনও বাতিল করেছে। 

এরই মধ্যে ক্রিকবাজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, করমর্দন বিতর্কে টানাপোড়েন কাটিয়ে এশিয়া কাপে পাকিস্তানের খেলা চালিয়ে যাওয়ার পথ পরিষ্কার হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত সমঝোতার পথ তৈরি হয়েছে। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমান ক্রিকেট বোর্ড মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও খবর।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মূল দাবি—ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে টুর্নামেন্ট থেকে সরানোর দাবি মানেনি আইসিসি। তবে সূত্র বলছে, আজ (বুধবার) পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচে পাইক্রফট দায়িত্বে থাকবেন না। তার বদলে আইসিসির আরেক রেফারি রিচি রিচার্ডসনকে নিয়োগ দেওয়া হতে পারে। পাইক্রফট অবশ্য টুর্নামেন্টে ম্যাচ অফিসিয়াল হিসেবেই থাকবেন। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।

পিসিবি শুরুতে কঠোর অবস্থান নিয়েছিল পাইক্রফট দায়িত্বে থাকলে তারা ম্যাচ খেলবে না। পাকিস্তানের অভিযোগ, গত ১৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচে পাইক্রফট পক্ষপাতদুষ্ট আচরণ করেছিলেন। আইসিসি এই দাবি প্রত্যাখ্যান করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে এবং পাকিস্তানের এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর শঙ্কা তৈরি হয়। এরপর ওমান ও ইউএই বোর্ডের কর্মকর্তারা আলোচনায় বসেন এবং সমাধানের চেষ্টা করেন। শেষ পর্যন্ত কিছু ‘ফেস সেভিং’ পরিবর্তন আনা হয়, যাতে সংকট কেটে যায় বলে মনে করা হচ্ছে।

যদিও এখনো পিসিবি বা আইসিসি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে গতকাল (মঙ্গলবার) রাতে পিসিবির মুখপাত্র আমির মীর বলেন, “এ বিষয়ে আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত কাল (আজ) জানানো হবে। পাকিস্তানের স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।” পিসিবি প্রধান মহসিন নাকভি মঙ্গলবার রাতে ইসলামাবাদ থেকে লাহোরে ফেরার পর বোর্ডের বৈঠক হওয়ার কথা ছিল। জানা গেছে, সরকার পর্যায়ের আলোচনায়ও করমর্দন বিতর্ক, এর প্রভাব এবং আইসিসির সঙ্গে অচলাবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে