বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৪:৫২

র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ, শীর্ষে যে দেশ

র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ, শীর্ষে যে দেশ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানকে হারানোর পর র‌্যাঙ্কিংয়েও তাদের পেছনে ফেলেছে বাংলাদেশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী, টাইগাররা এখন নবম স্থানে।

বাংলাদেশ ও আফগানিস্তান দুদলের রেটিং পয়েন্টই ২২২ হলেও ভগ্নাংশে এগিয়ে থাকায় নবম স্থানে উঠে এসেছে লিটন দাসের দল। ফলে আফগানিস্তান নেমে গেছে দশমে।

র‌্যাঙ্কিংয়ে অন্য দেশগুলোর অবস্থানে পরিবর্তন হয়নি। সপ্তম স্থানে আছে পাকিস্তান (২৩২ পয়েন্ট), আর শীর্ষে ভারত (২৭১ পয়েন্ট)।

গত মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ হেরে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়, আর এশিয়া কাপে হংকং ও আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে আসে টাইগাররা।

তবে মুখোমুখি পরিসংখ্যানে আফগানিস্তান এখনো এগিয়ে। দুই দলের ১৩টি ম্যাচে বাংলাদেশ জিতেছে ৬টিতে, আফগানিস্তান জয় পেয়েছে ৭টিতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে