মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৫৩:৫৫

নির্বাচনে কার পাল্লা ভারী, তামিম নাকি বুলবুল? যাকে এগিয়ে রাখলেন আশরাফুল

নির্বাচনে কার পাল্লা ভারী, তামিম নাকি বুলবুল? যাকে এগিয়ে রাখলেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে উত্তাপ ছড়াচ্ছে দেশের ক্রিকেট অঙ্গনে। জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হওয়ার লড়াইয়ে নামবেন। নির্বাচনে কার পাল্লা ভারী হবে–তা নিয়ে এখন জল্পনা-কল্পনা চলছে।

এর মধ্যেই জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল জানিয়ে দিয়েছেন, বিসিবি সভাপতি পদে বুলবুলই এগিয়ে থাকবেন। কারণ হিসেবে তিনি বলেছেন, বুলবুল শুধু একজন সাবেক ক্রিকেটারই নন বরং দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও কোচিং-সংক্রান্ত কাজের সঙ্গেও জড়িত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হয়েও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে, তামিমের অভিজ্ঞতা মূলত মাঠকেন্দ্রিক।

বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুল বলেন,‘সবচেয়ে ভালো ব্যাপার হলো বিসিবির গত দুইজন সভাপতিই সাবেক অধিনায়ক ছিলেন। বুলবুল ভাই এবং তামিম দুজনেই সাবেক অধিনায়ক। তামিমের সব কথা আমরা শুনছি—সে কী কী করতে চায়। অন্যদিকে, বুলবুল ভাই ইতোমধ্যে চার মাস ধরে কাজ করছেন।’

তিনি আরও যোগ করেন,‘বুলবুল ভাইয়ের ট্রিপল সেঞ্চুরি প্রজেক্ট আপনারা দেখেছেন। ১৬ বছর ধরে বাংলাদেশে লেভেল-৩ কোচিং কোর্স হয়নি, আম্পায়ারদের কোর্স হয়নি—যা বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের জন্য খুবই জরুরি। এসব কাজের উদ্যোগ নিয়েছেন বুলবুল ভাই।’

তুলনামূলক বিশ্লেষণে আশরাফুল স্পষ্ট করেই বুলবুলকে এগিয়ে রাখেন এবং জানান যে তিনি ব্যক্তিগতভাবে বুলবুলকেই সমর্থন দিচ্ছেন। আশরাফুল বলেন, ‘তাদের দুজনেরই অভিজ্ঞতা আছে। তামিমের অভিজ্ঞতা মূলত খেলার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু বুলবুল ভাইয়ের অভিজ্ঞতা অনেক বিস্তৃত। তিনি আইসিসির হয়ে কাজ করেছেন, ক্রিকেটের ভেতরেই কাজ করেছেন এবং এই দেশের সংস্কৃতি সম্পর্কেও ভালো জানেন। আমি ব্যক্তিগতভাবে বুলবুল ভাইয়ের পক্ষেই যাব, তার অভিজ্ঞতা ও সম্মানের কারণে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে