স্পোর্টস ডেস্ক : সুপার ফোরে ভারতের বিপক্ষে ৪৫ বলে ৫৮ রান করা সাহিবজাদা ফারহান হাফসেঞ্চুরির পরেই ব্যাটকে বন্দুকের মতো ধরে আকাশের দিকে তিনবার গুলি করার ভঙ্গি করেন। যদিও এর মাধ্যমে কী বুঝিয়েছিলেন, তা স্পষ্ট ছিল না। সে তুলনায় স্পষ্ট ছিল হারিস রউফের অভিব্যক্তি।
হারিস রউফ হাতের আঙুল দিয়ে প্রথমে ৬ ও পরে শূন্যের ইঙ্গিত করেন। সমর্থকরা ধারণা করে নেন, ৬ এর মাধ্যমে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের দাবিকৃত ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে ইঙ্গিত করেছেন তিনি, শূন্য দিয়ে বুঝিয়েছেন পাকিস্তানের কোনো যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়নি। রউফ সীমানার কাছে ফিল্ডিংয়ের সময় ভারতীয় দর্শকদের দিকে ফিরে শূন্য থেকে হঠাৎ করে কিছুর পড়ে যাওয়ার দৃশ্যায়নও করে দেখান। সমর্থকরা বলছেন, এটা বিমান ভূপাতিত করার ইঙ্গিতপূর্ণ।
ফারহান ও রউফের অভিব্যক্তি আচরণবিধির লঙ্ঘন দাবি করে আইসিসির কাছে অভিযোগ করেছিল ভারত। ক্রিকবাজের খবর, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আজ রউফকে শাস্তি দিয়েছে। তিনি আচরণবিধির লেভেল-১ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। এ জন্য জরিমানার পাশাপাশি সতর্কও করা হয়েছে তাকে। যদিও জরিমানার পরিমাণ জানা যায়নি। ফারহানকে তিরস্কার করে করা হয়েছে সতর্ক।
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে মাঠের বাইরের উত্তাপ চরমে পৌঁছেছিল গত ১৪ সেপ্টেম্বর। গ্রুপপর্বে দুদলের মুখোমুখি দেখায় ভারতের ক্রিকেটাররা পাকিস্তানিদের সঙ্গে হ্যান্ডশেক করেননি। ওই ম্যাচে টসের সময়ও সূর্যকুমার সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি। পরে সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক জয়টা অপারেশন সিন্দুরে অংশ নেওয়া সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করেছিলেন।
সূর্যকুমারের ওই মন্তব্য খেলার মধ্যে রাজনীতি টেনে নিয়ে আসা দাবি করে পাকিস্তানও ভারতের কাছে অভিযোগ করে। আইসিসি সূর্যকুমারের দোষ খুঁজে পেয়েছে। টিম ইন্ডিয়া দলপতিকে তিরস্কার করেছে তারা।