শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২১:৪৫

অবশেষে কাটল শঙ্কা, তালিকায় তামিম ইকবালের নাম

অবশেষে কাটল শঙ্কা, তালিকায় তামিম ইকবালের নাম

স্পোর্টস ডেস্ক : বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশের পর গত ২৪ সেপ্টেম্বর সভাপতি পদের হেভিওয়েট প্রার্থী এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের বিরুদ্ধে একটি আপত্তি জমা পড়েছিল। 

সেই আপত্তির ভিত্তিতে পরের দিন শুনানিতে কাউন্সিলরশিপ হারানোর শঙ্কা প্রকাশ করেছিলেন তামিম। অবশ্য সে শঙ্কা এখন কেটে গেছে। সভাপতি এবং পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনোয়ন দাখিল করতে পারবেন তারকা এই ক্রিকেটার।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিসিবি নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকায় ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে তামিমের কাউন্সিলরশিপ চূড়ান্ত করা হয়েছে। এর আগে খসড়া তালিকায়ও এই ক্লাবের কাউন্সিলর হিসেবেই নাম ছিল তার। এদিকে এদিন এক সংবাদ সম্মেলনে গুজবের ওপর কথা বলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 গত ২৪ সেপ্টেম্বর এক চিঠির মাধ্যমে বিসিবি নির্বাচন কমিশনের কাছে তামিমের কাউন্সিলরশিপ নিয়ে চ্যালেঞ্জ করে অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগপত্রে দাবি করা হয়, ওল্ড ডিওএইচএসের পরিচালনা পর্ষদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তামিমের। আরও বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট এখনো আনুষ্ঠানিকভাবে অবসর না নেয়ায় গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলর হতে পারেন না তামিম।
 
গুঞ্জন আছে, তামিমের বিরুদ্ধে এই অভিযোগটি করেছেন সাবেক ক্রিকেটার হালিম শাহ। প্রবাসে থাকায় তিনি নিজে উপস্থিত হতে না পারলেও স্বাক্ষরটি নাকি তার-ই ছিল। তবে বিভিন্ন পত্র-পত্রিকায় এ বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন তিনি।
 
অভিযোগের ভিত্তিতে গতকাল (২৫ সেপ্টেম্বর) শুনানির জন্য বিসিবিতে এসেছিলেন তামিম। জানিয়েছেন, শুনানিতে এই প্রসঙ্গে নির্বাচন কমিশনাররা নাকি কিছু জিজ্ঞেসই করেননি তাকে। অভিযোগের অবশ্য ভিত্তিও ছিল বেশ দুর্বল। যে দুটো প্রধান আপত্তি ছিল সে দুটোরই তেমন কোনো ভিত্তি পাওয়া যায়নি। কারণ বিসিবির গঠনতন্ত্রে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে অবসরের বিষয়ে কিছু বলা নেই। আর ওল্ড ডিওএইচএসের পরিচালনা পর্ষদে তামিমের যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। ক্লাবটির পরিচালনা পর্ষদের তালিকায় যুগ্ম সম্পাদক হিসেবে নাম আছে তামিমের। সেটি ক্লাবটির সভাপতি খালেদ মাহমুদ সুজনও নিশ্চিত করেছেন। এছাড়া গুলশান ইয়ুথ ক্লাব এবং চট্টগ্রামের স্থানীয় ক্লাব শতদলের পরিচালনা পর্ষদের সঙ্গেও ভালোভাবে যুক্ত আছেন তামিম।
 
কাউন্সিলর হওয়ার যোগ্যতা থাকার পরেও উদ্দেশ্যমূলকভাবে এমন অভিযোগ করা লজ্জার বিষয় বলে মন্তব্য করেন তামিম। শুধু নির্বাচন জেতার জন্য এমন নোংরামি না করার জন্যও গতকাল (২৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে অনুরোধ করেন তিনি। 
 
তামিম বলেন, ‘আমার কাউন্সিলরশিপ চ্যালেঞ্জ করলে সেটা একটা লজ্জার বিষয়। কারণ আমি সব দিক থেকে যোগ্য। এটা যদি চ্যালেঞ্জ হয়, আমাকে যদি বাতিলও করা দেওয়া হয় (কাউন্সিলরশিপ), সেটা কেন করা হয়েছে আপনারা সবাই বুঝবেন। বাংলাদেশের প্রতিটি মানুষ বুঝবে, কেন করা হয়েছে। আমি সংগঠক না এটা কেউ বলতে পারবে না। দুইটা দলের কমিটিতে আছি, আরও একটা দল নিজে চালাই...। আমার নিজেরই লজ্জা লাগতেছে আজ এখানে এসে ব্যাখ্যা করতে হচ্ছে। আমরা এতটা নিচে নেমে যাচ্ছি শুধু কিছু ইচ্ছে পূরণ করার জন্য আপনারা এই পর্যায়ে নিয়ে আসতেছেন। আমি আবারও বলি সঠিকভাবে নির্বাচন করি, হেরে যাই, কে সভাপতি হোক না হোক আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু এই নোংরামি কইরেন না শুধু ইগো বা জেতার জন্য।’
 
শুনানিতে এই বিষয়ে তামিমকে কোনো প্রশ্ন করা হয়নি বলে জানিয়েছিলেন তামিম নিজেই, 'আমাকে এই বিষয়ে কোনো প্রশ্নই করা হয়নি৷ আমার কাছে মনে হয় ওটা তারা (নির্বাচন কমিশনাররা) গ্রহণই করেনি। আমি কালকে নিউজে দেখেছি অনেককে ভোটার আইডি দিয়ে জিনিসটা (অভিযোগ) জমা দিতে হয়েছে। যে ব্যক্তি আমার নামে এটা জমা দিয়েছেন তিনি উপস্থিত ছিলেন না, সম্ভবত সে কারণে এটা করা হয়নি। যে ব্যক্তি অভিযোগ করেছেন তিনি কোন ক্লাবের কাউন্সিলর, তিনি কোন কমিটিতে আছেন বা কোন ক্লাবের মালিক। যে কেউ এসে তো অভিযোগ করতে পারবেন না, একটা কর্তৃপক্ষ তো লাগবে। যেহেতু এটা নিয়ে কিছু বলা হয়নি, তার মানে এটা গ্রহণ করা হয়নি। কিন্তু কালকে যে এটা করা হবে না....এটাতে অবাক হইয়েন না।'  
 
নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করে তামিম বলেছিলেন, 'আমি চাপমুক্তভাবে কাজ করার চেষ্টা করছি। চাপ আমার ওপরে অনেক আছে। কাল আমার কাউন্সিলরশিপও বাতিল হয়ে যেতে পারে। আদালতে রিট হতে পারে, মামলাও হতে পারে। কেন হবে, সেটা আপনারা ভালো করে বুঝবেন।'
 
তামিমের শঙ্কা অবশ্য একদিন পরই কেটে গেল। বিসিবি নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকায় ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে তামিমের কাউন্সিলরশিপ চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে আজ এক সংবাদ সম্মেলনে গুজবের উপর ভিত্তি করে মন্তব্য করাকে অগ্রহণযোগ্য উল্লেখ করেছেণ ক্রীড়া উপদেষ্টা।
 
কাউন্সিলর হারানো নিয়ে তামিমের শঙ্কার বিষয়ে কথা বলতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘ আমি একটি মিডিয়াতে দেখলাম যে তামিম ভাইয়ের কাউন্সিলরশিপ থাকবে কিনা এটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কই আজকে তো মনে হয় কাউন্সিলরশিপ চলে আসছে। ওখানে কি কাউকে বাদ দেওয়া হয়েছে? একটি নির্বাচন হলে আসলে অনেক গুজব ছড়ায়, নিউজ হয়। কাউন্সিলর বাতিলের শঙ্কার নিউজে আমি তেমন কোনো পয়েন্ট দেখিনি। অনেকে কানে অনেক কিছু দেয় যে আপনাকে বোধহয় বাদ দিয়ে দেবে। আপনাকে কথা বলতে হবে কাগজে কি আসতেছে, সিদ্ধান্ত কি আসতেছে তার ওপরে। গুজবের উপর যদি আপনি শঙ্কা প্রকাশ করেন তাহলে সেটা তো গ্রহণযোগ্য কিছু না।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে