স্পোর্টস ডেস্ক : আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল।
গতকাল (২৪ সেপ্টেম্বর) ছিল আপত্তি গ্রহণের তারিখ। যেখানে তামিম ইকবালের প্রার্থীতা নিয়ে প্রশ্ন উঠেছে। আজ বৃহস্পতিবার শুনানিতে যোগ দেন দেশ সেরা এই ওপেনার। সাবেক এই অধিনায়ক মনে করেন, তার প্রার্থীতা নিয়ে প্রশ্ন ওঠার কোনো সুযোগ নেই।
মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেন, ‘আপনারা প্লিজ গঠনতন্ত্রটা বের করে দেখেন সাবেক ক্রিকেটার লেখা আছে। কিন্তু সাবেক ক্রিকেটারের কোনো ব্যাখ্যা আছে কিনা যে আমার অফিশিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে?’
তামিম সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ৫ মাস আগে ঢাকা প্রিমিয়ার লিগে। ফলে তাকে সাবেক ক্রিকেটার ধরতে বাধা নেই বলে জানিয়েছেন তামিম নিজেই। তিনি বলেন, ‘আমি যে সর্বশেষ ৫ মাসে একটা ম্যাচও খেলিনি, আমি যদি নিজের মনের মধ্যেই চিন্তা করে রাখি আমি আর ক্রিকেট খেলব না। আমি তো সাবেক হয়েই গেলাম।’
এদিকে নির্বাচন কমিশনের প্রাথমিক তালিকায় সাবেক ক্রিকেটারদের অনেকে রয়েছেন। তাদের অনেকেই অবসর নেননি। তামিম বিশেষভাবে বললেন মোহাম্মদ আশরাফুলের কথা।
তিনি বলেন, ‘বিসিবি যে ১৫ জনের তালিকা দিয়েছে মোহাম্মদ আশরাফুলতো সম্প্রতি ইংল্যান্ডে ক্রিকেট খেলে এসেছে। আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের প্রেসিডেন্ট, উনিও অফিশিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা করেননি। আপনি যদি এভাবে আমাকে ধরতে চান। আপনারাও ধরা পড়বেন।’