শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১২:৪০:৩৬

আরও দুই দেশের জায়গা চূড়ান্ত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে

আরও দুই দেশের জায়গা চূড়ান্ত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের জায়গা চূড়ান্ত করেছে জিম্বাবুয়ে ও নামিবিয়া। তানজানিয়াকে ৬৩ রানে হারিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নামিবিয়া। অন্যদিকে, কেনিয়াকে ৭ উইকেটে হারিয়ে ২০২২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ফিরছে জিম্বাবুয়ে।

ব্যাট ও বল হাতে জেজে স্মিটের দুর্দান্ত পারফরম্যান্সে তানজানিয়াকে বাছাইপর্বে ৬৩ রানে হারায় নামিবিয়া। হারারে স্পোর্টস ক্লাব মাঠে আফ্রিকান বাছাইপর্বে ২৯ বছর বয়সি স্মিট অপরাজিত ৬১ রান করার পর বল হাতে ১৬ রানে নিয়েছেন ৩ উইকেট।

টসে জিতে নামিবিয়াকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় তানজানিয়া। কিন্তু মাত্র ৪১ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে নামিবিয়া। এরপর স্মিটের ব্যাটিং দৃঢ়তায় ২০ ওভারে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৭৪ রানের লড়াকু স্কোর গড়ে তুলে। জবাবে তানজানিয়া ৮ উইকেটে ১১১ রান তুলতে সক্ষম হয়।

অন্যদিকে, হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে ৭ উইকেটে হারিয়েছে কেনিয়াকে। ২০২২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ফিরছে জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাট করে কেনিয়া ৬ উইকেটে করে ১২২ রান। দলের হয়ে রাকেপ প্যাটেলের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৬৫ রান। ১২৩ রানের লক্ষ্য সহজেই তুলে ফেলে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট খেলেন ২৫ বলে ঝোড়ো ৫১ রানের ইনিংস। ৫ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে