রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ০১:০৪:৫০

আজ মুখোমুখি মাঠে নামবে ভারত ও পাকিস্তান

আজ মুখোমুখি মাঠে নামবে ভারত ও পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : ভারত ও পাকিস্তানএশিয়া কাপে তিনবারই পাকিস্তানকে হারানোর রেকর্ডে বিশ্বকাপে আজ আবারও মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান—এবার নারী ক্রিকেটে। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারত, পাকিস্তান প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশের কাছে। অতীতে একদিনের ফরম্যাটে ভারত কখনও পাকিস্তানের কাছে হেরেছে না।

বিশ্বকাপে দুই দল যে দল নিয়ে এসেছে এবং যে ফর্মে রয়েছে, তা ভারতকে পাকিস্তানের তুলনায় এবারও শক্তিশালী ও ফেবারিট হিসেবে পরিচিত করছে। তবে ম্যাচ শুরুর আগেই বিতর্ক তৈরি হয়েছে। ভারত জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক করবে না। মাঠে লড়াই হলেও ভারতের লক্ষ্য তাদের অপরাজিত ধারাবাহিকতা বজায় রাখা।

দুই দল এখন পর্যন্ত ১১টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে এবং সবকটিতেই জয় পেয়েছে ভারত। প্রতিটি ম্যাচে ভারত অন্তত ৮০ রানের বা ৫ উইকেটের ব্যবধানে জিতেছে। পাকিস্তান একবারও জয়ের খুব কাছে যেতে পারেনি।

শেষবার বিশ্বকাপে মুখোমুখি হলে ভারতের খেলোয়াড়রা মানবিক মুহূর্তের পরিচয় দিয়েছিলেন। পাকিস্তানের অধিনায়ক বিসমা মারুফের ছয় মাসের কন্যা শিশুকে নিয়ে আনন্দে মেতে উঠেছিলেন তারা। প্রতিদ্বন্দ্বিতার বাইরে সেই দৃশ্য আজও স্মৃতিস্মরণীয়।

ভারতীয় দল শুরু করেছে দুর্দান্তভাবে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে অমানজোত কৌর ও দীপতি শর্মার লোয়ার অর্ডারের ব্যাটিং দলকে জয়ের পথে নিয়ে যায়। স্পিন আক্রমণে স্নেহ রানা, শ্রী চরনি এবং দীপতি শর্মা দারুণ ছন্দে আছেন।

বাংলাদেশের বিপক্ষে ১২৯ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। ব্যাটিং লাইনআপ এখনও দুর্বল। তবে সিদরা আমিন ও মুনীবা আলি সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে আছেন। সিদরা শেষ তিন সপ্তাহে ১২১*, ১২২ ও ৫০* করেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবুও শ্রীলঙ্কায় তার পারফরম্যান্স ভালো নয়- পাঁচ ইনিংসে মোটে ২৪ রান।

ভারতের সম্ভাব্য একাদশ
প্রতিকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলিন দিওল, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), অমানজোত কৌর, স্নেহ রানা, ক্রান্তি গৌদ, শ্রী-চরনি।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ
মুনিবা আলি, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাটালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), রামিন শামিম, ডায়ানা বেগ, সিদরা নবাজ (উইকেটকিপার), নাশরা সান্ধু, সাদিয়া ইকবাল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে