স্পোর্টস ডেস্ক : বিপিএলের পেমেন্টে ইস্যুসহ নানা বিতর্কের জন্য সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন ফারুক আহমেদ। কিন্তু বিসিবির নির্বাচনের মধ্যে দিয়ে আবারও বোর্ডে পা রেখেছেন তিনি। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক, তবে ক্রিকেট পরিচালনার কোনো কমিটিতে রাখা হয়নি তাকে।
মঙ্গলবার (৭ অক্টোবর) হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হয়েছিল বোর্ড সভা। সেখানেই পরিচালকদের দায়িত্ব বুঝিয়ে দেন বিসিবি সভাপতি।
এদিন ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এ ছাড়াও খালেদ মাসুদ পাইলটের কাঁধে উঠেছে দেশের ক্রিকেটে হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগে দায়িত্ব।
এদিকে বিসিবি সভাপতি নিজের অধীনে রেখেছেন তিনটি কমিটিকে। সেগুলো হলো- ওয়ার্কিং কমিটি, গ্রাউন্ডস কমিটি, বিপিএল। অন্যদিকে ফারুকের ঝুলিতে শূন্য।
আসুন এক নজরে দেখে নেই কোন কোন বিভাগের দায়িত্ব নিয়েছেন বুলবুল
ওয়ার্কিং কমিটি : আমিনুল ইসলাম বুলবুল।
বিপিএল গভর্নিং কাউন্সিল : আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান) ও ইফতেখার রহমান মিঠু (মেম্বার সেক্রেটারি)।
গ্রাউন্ডস কমিটি: আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান), রাহাত শামস (ভাইস-চেয়ারম্যান)
উল্লেখ্য, গতকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমাকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল বিসিবি নির্বাচন। যেখানে পরিচালক পদে বিজয়ী হয়েছেন ২৩ প্রার্থী এবং দুইজন এসেছেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন নিয়ে।
২৫ পরিচালক নিয়ে বিসিবি সভাপতি ও সহসভাপতি পদের নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এই পদে আমিনুল ইসলাম বুলবুলের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে সভাপতি পদে বিজয়ী ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। আর সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।