স্পোর্টস ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেন ছন্দেই আছে, তবে এবার জয়টা এসেছে কষ্টার্জিতভাবে। লিওনেল মেসিকে ছাড়াই ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
শনিবার (১১ অক্টোবর) ভোরে যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা। ম্যাচজুড়ে ছিল আর্জেন্টিনার একচ্ছত্র দাপট। ৭৭ শতাংশ সময় বলের দখল রেখে তারা নেয় ১৭টি শট, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে।
ম্যাচের একমাত্র গোলটি আসে ৩১তম মিনিটে। লাওতারো মার্টিনেজের পাস থেকে বাঁ পায়ের নিখুঁত শটে জিওভান্নি লো সেলসো বল জালে জড়ান। ভেনেজুয়েলার গোলরক্ষক পা বাড়িয়েও ঠেকাতে পারেননি বলটি।
অন্যদিকে ভেনেজুয়েলা ছিল প্রায় নিষ্প্রভ। পুরো ম্যাচে ৫টি শট নিলেও একটিও ছিল না লক্ষ্যে। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ তার দুর্দান্ত রক্ষণভাগের সমন্বয়ে সহজেই রাখেন ক্লিনশিট। এ নিয়ে আর্জেন্টিনার হয়ে ৫৬ ম্যাচে ৩৯টি ক্লিনশিট রাখলেন ‘দিবু’ মার্টিনেজ।
গ্যালারিতে বসে প্রিয় দলকে উৎসাহ দিয়েছেন বিশ্রামে থাকা লিওনেল মেসি। পাশে ছিলেন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। ইন্টার মায়ামির হয়ে টানা সাত ম্যাচ খেলার পর কোচ স্কালোনি তাকে সম্পূর্ণ বিশ্রাম দিয়েছেন।
যদিও জয় এসেছে, তবে সুযোগ নষ্ট ও ফিনিশিংয়ে দুর্বলতা চোখে পড়েছে স্পষ্টভাবে। ম্যাচের ৩০তম মিনিটে ভেনেজুয়েলার মারকুয়েস ফাঁকা পোস্টে বল পাঠাতে ব্যর্থ হন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত।
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব শেষে এটিই ছিল আর্জেন্টিনার প্রথম প্রীতি ম্যাচ। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরুর এই ম্যাচে মেসি ছাড়া দলের পারফরম্যান্সই ছিল স্কালোনির বড় পরীক্ষা।
তবে শেষ পর্যন্ত ফলাফলই বলছে মেসি মাঠে না থেকেও তার অনুপ্রেরণা ছুঁয়ে গেছে সতীর্থদের। গ্যালারিতে বসেই দলের জয় দেখে হাসিমুখে ছিলেন এই আর্জেন্টাইন সুপারস্টার।