স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে লড়াই করেও শেষ পর্যন্ত পরাজয়ের স্বাদই সঙ্গী হয় বাংলাদেশের। তবে ম্যাচে রিশাদ হোসেনের পারফরম্যান্স ছিল নজর কাড়ার মতো। এই লেগ স্পিনারসহ একাধিক টাইগার ক্রিকেটার বুধবার (২২ অক্টোবর) আইসিসি থেকে পেয়েছেন সুখবর।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে উইন্ডিজ সিরিজে ব্যাটে-বলে আলো ছড়াচ্ছেন রিশাদ। দারুণ পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ আইসিসির হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এই টাইগার ক্রিকেটারের। প্রথম ওয়ানডেতে ৬ উইকেট নেয়া রিশাদ দ্বিতীয় ম্যাচে নিয়েছেন আরও তিনটি। ২ ম্যাচে ৯ উইকেট নিয়ে আইসিসির ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে ৬৬ নম্বরে উঠে এসেছেন ডানহাতি এই লেগ স্পিনার। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৮৭ ধাপ এগিয়ে আছেন ৩৭ নম্বরে।
রিশাদের এই বড় উত্থান ছাড়াও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয় ও সৌম্য সরকারের। বাংলাদেশ অধিনায়ক মিরাজ অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ২৭৩ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে অবস্থান করছেন। বোলিংয়ে ৬ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন তিনি।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে প্রথম ওয়ানডেতে ৫১ রান করা তাওহিদ হৃদয় ৭ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠেছেন। দলে ফেরা সৌম্য সরকার ৫ ধাপ এগিয়ে ৮৬ নম্বরে আছেন। মিরাজ ব্যাটারদের তালিকায় ২ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে আছেন।
ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে যথাক্রমে শীর্ষে আছেন শুভমান গিল, ইব্রাহিম জাদরান ও রোহিত শর্মা। বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা তিনে আছেন যথাক্রমে রশিদ খান, কেশভ মহারাজ ও মহেশ থিকশানার। আজমতউল্লাহ ওমরজাই, সিকান্দার রাজা ও মোহাম্মদ নবি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন।