স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চলতি মাসেই মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে গতকাল (রোববার) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত যুব দলে যথারীতি নেতৃত্বে রয়েছেন আজিজুল হাকিম তামিম। জাওয়াদ আবরার সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
এই সিরিজ দিয়ে যুবা টাইগারদের স্পিন বিভাগের দায়িত্ব নিলেন কোচ আরশাদ খান। চলতি বছরই বিসিবির এইচপির (হাই-পারফরম্যান্স ইউনিট) জন্য তাকে উড়িয়ে আনা হয়েছিল পাকিস্তান থেকে। পরে বিসিবির অধীনে সব বিভাগের জন্য দায়িত্ব পালন করবেন বলে চুক্তি সম্পন্ন হয়। তার সঙ্গে ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত চুক্তি হয়েছে।
বাংলাদেশ যুব দলের সঙ্গে আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক স্পিনার আরশাদ। বর্তমানে তিনি বগুড়ায় তামিমদের সঙ্গে আছেন। তার অন্তর্ভুক্তিতে স্বাধীন-রাতুলদের আরও উন্নতি হবে বলেই প্রত্যাশা সবার। আগামী ২৮ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে বগুড়ায় ৩১ অক্টোবর। এরপর দুই দল পাড়ি দেবে রাজশাহীতে। সেখানে ৩, ৬ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ম্যাচ।
একনজরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), মোহাম্মদ সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, মোহাম্মদ রিজান হোসেন, মোহাম্মদ আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকি অলিন, মোহাম্মদ রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, আব্দুর রহিম ও ইকবাল হোসেন ইমন।