স্পোর্টস ডেস্ক : হামজা-শমিত-ফাহমিদুলদের আগমনে চিত্র বদলেছে দেশের ফুটবলের। মৃতপ্রায় ফুটবল ফিরে পেয়েছে প্রাণ। সিঙ্গাপুর-হংকং ম্যাচে টিকিটের জন্য দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে হামজারা। দুই দলই ইতোমধ্যে বাছাইপর্ব থেকে ছিটকে গেলেও প্রতিপক্ষ ভারত বলেই ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ ফুটবল সমর্থকদের। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে টিকিটের দাম বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানান, সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। এবার গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। ৯টি ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। গ্যালারি ৫০০ টাকা, ক্লাব হাউজ ৫০০০ ও ৩০০০ টাকা, ভিআইপি ৪০০০ ও ৩০০০ টাকা, রেড বক্স ৬০০০ টাকা, করপোরেট বক্স ৮০০০ টাকা, স্কাই বক্স ৮০০০ ও স্কাই ভিউ ৭০০০ টাকা। অনলাইন প্ল্যাটফর্ম কুইকেট ডট মিতে ভারত ম্যাচের টিকিট পাওয়া যাবে।
টিকিটের দাম বাড়ানো প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল গণমাধ্যমকে বলেন, ‘প্রতিবেশী দেশ ভারত। এই দলের বিপক্ষে টিকিটের চাহিদাও অনেক বেশি। তাই ইচ্ছে করেই আমরা বাংলাদেশ ও ভারত ম্যাচের টিকিটের দাম বাড়াচ্ছি। তবে খুব বেশি বাড়াইনি কিন্তু।’
১৮ নভেম্বর রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ভারতের মর্যাদার লড়াই। এশিয়ান কাপ বাছাইপর্বে এখন পর্যন্ত বাংলাদেশ ৪ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করেছে এবং টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। দল লড়াকু মনোভাবের সঙ্গে প্রতিটি ম্যাচ খেলছে, যা দেশের ফুটবল জনপ্রিয়তার জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।