শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ০৭:০০:২৪

আইপিএলে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ

আইপিএলে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আন্দ্রে রাসেলকে নিয়ে অবশেষে মোহভঙ্গ হলো কলকাতা নাইট রাইডার্সের। আগামী ২০২৬ আইপিএলের আগে ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডারকে ছেড়ে দিলো শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। 

শনিবার আইপিএলে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে কলকাতার তালিকায় রাসেলের নাম নেই। ছেড়ে দেওয়া হয়েছে ২৩ দশমিক ৭৫ কোটি রুপির বেঙ্কটেশ আইয়ারকেও (IPL 2026)।

২০১৪ সালে ক্যারিবীয় তারকা রাসেলকে দলে ভিড়িয়েছিল কেকেআর। তারপর থেকে গত এক দশক কেকেআরের হয়েই খেলেছেন তিনি। গত বছর মহানিলামে তাকে ছেড়ে দেওয়া নিয়ে জল্পনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত রেখে দেওয়া হয়। যদিও আস্থার দাম দিতে পারেননি তারকা এই অলরাউন্ডার। যত দিন যাচ্ছিল দলের ‘বোঝা’ হয়ে উঠছিলেন তিনি। আগামী ডিসেম্বরের মিনি নিলামের আগে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো টিম ম্যানেজমেন্ট।

কেকেআর ছেড়ে দিয়েছে বেঙ্কটেশকেও। ২০২১ আইপিএলে উঠে এসেছিলেন বেঙ্কটেশ। সেবার কেকেআরকে ফাইনালে তুলতে প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। পরের বছর মহানিলামে ধরে রাখা হয়েছিল। গত বছরের মহানিলামের আগে বেঙ্কটেশকে ছেড়ে দেওয়া হলেও নিলামে তাকে ২৩.৭৫ কোটি রুপিতে কিনে নেওয়া হয়। কেকেআরের কৌশলে অবাক হয়েছিলেন অনেকেই। এবার তাকে ছেড়ে দিয়ে তহবিলে আরও টাকা নিয়ে নিলামে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিদেশি আরও কিছু ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কেকেআর। তার মধ্যে রয়েছে মঈন আলি, এনরিখ নর্কিয়া, কুইন্টন ডি’কক, রহমানউল্লাহ গুরবাজ এবং স্পেন্সার জনসন। আগামী ডিসেম্বরে কলকাতা মিনি নিলামে যাচ্ছে মোট ১৩টি শূন্যস্থান নিয়ে। নিলামের জন্য কেকেআরের হাতে আছে ৬৪.৩ কোটি রুপি—যা এবার তাদের বড় দলে গড়ার সম্ভাবনাকে আরও জোরদার করবে।

কলকাতার ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা

লুভনিত সিসোদিয়া, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজ, বেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, মঈন আলী, স্পেন্সার জনসন, এনরিখ নর্টজে ও চেতন সাকারিয়া। 

ধরে রাখা খেলোয়াড়দের তালিকা

রিঙ্কু সিং, অঙ্কৃশ রঘুবংশী, আজিঙ্কা রাহানে, মনিষ পাণ্ডে, রোভম্যান পাওয়েল, সুনীল নারিন, রামানদীপ সিং, অনুকুল রায়, বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা, বৈভব অরোরা ও উমরান মালিক। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে