বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ০৮:২০:৫৭

বাংলাদেশ ভারতকে হারাতে পারলে তবেই হবে বিয়ে!

বাংলাদেশ ভারতকে হারাতে পারলে তবেই হবে বিয়ে!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে উত্তেজনার শেষ ছিল না জাতীয় স্টেডিয়ামে। সেই উচ্ছ্বাসে ভিন্ন মাত্রা যোগ করলেন কুমিল্লার এক ব্যতিক্রমী সমর্থক মোহাম্মদ আলি। ম্যাচ দেখতে তিনি হাজির হন একেবারে বরের সাজে। কারণ, হবু স্ত্রী তাকে আগেই শর্ত দিয়ে রেখেছিলেন বাংলাদেশ ভারতকে হারাতে পারলে তবেই হবে বিয়ে!

২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে মতিউর মুন্নার গোল্ডেন গোলে ভারতকে হারানোর স্মৃতি যেন আবারও ফিরে এল ২২ বছর পর। এবারও বাংলাদেশ জিতল ভারতকে ১–০ ব্যবধানে। ম্যাচের ১২ মিনিটে শেখ মোরসালিনের দুর্দান্ত গোলের সৌজন্যে। পুরো ম্যাচ জুড়েই লিড ধরে রেখে জয় তুলে নেয় হামজা-সামিতরা।

স্টেডিয়ামে ছিল উৎসবের আমেজ। ব্যানার, স্লোগান, ভুভুজেলা, ঢাক–ঢোল—সব মিলিয়ে এক উৎসবঘেরা পরিবেশ। আর সেই ভিড়ের মধ্যেই হঠাৎ বরের সাজে আলিকে সামনে দেখে চারদিকের মানুষের নজর কাড়ে।

ক্যামেরার সামনে আলি জানালেন তার প্রতিশ্রুতির গল্প। তিনি বলেন,বন্ধুরা পরিকল্পনা করছিল। আমিও বললাম ভারতকে হারালে বিয়ে করব, না হলে করব না। এখন যেহেতু জিতেছে, বিয়ে করতেই হবে। পাত্রীও রেডি আছে।

পরে জানান, বিয়ের ঠিকঠাক আগেই হয়ে ছিল। পাত্রী নোয়াখালীর মেয়ে। শুধু মজার ছলে শর্ত ছিল দেশের জয়। সেই শর্ত পূরণ হওয়ায় আলির আনন্দ এখন দ্বিগুণ।

দলের পারফরমেন্সেরও প্রশংসায় ভরিয়ে দেন তিনি।হামজা একাই পাঁচজনের মতো খেলেছে। একপর্যায়ে তো গোলকিপারেরও ভূমিকায় ছিল। মিতুল মারমাও অসাধারণ ছিল।

আলির বন্ধুদের একজন বলেন, নোয়াখালীর মেয়ে খুব চালাক। সে চ্যালেঞ্জ দিয়েছিল বাংলাদেশ জিতলে তবেই বিয়েতে আসবে। আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম, কারণ হামজা-জামাল-মোরসালিন-সামিতদের ওপর আমাদের পূর্ণ ভরসা ছিল।

বাংলাদেশের জয়ে যে আনন্দের ঢেউ দেশজুড়ে বয়ে গেছে, সেই ঢেউয়ে এক নতুন মাত্রা যোগ হলো এক ‘বরের সাজে’ ভক্তের রঙিন উপস্থিতিতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে