স্পোর্টস ডেস্ক : ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচ মানেই সবচেয়ে উত্তেজনাপূর্ণ, আবেগঘন ও ঐতিহ্যবাহী লড়াই। দুই দেশের সীমান্ত ছাড়িয়ে এই দ্বৈরথ ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। জার্সির রং আলাদা, খেলার ধরন আলাদা, কিন্তু লক্ষ্য একই—প্রতিপক্ষকে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। আর সে লক্ষ্যে এবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আর্জেন্টিনা সফর করছে ব্রাজিল। শুক্রবার (২৮ নভেম্বর) প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দেশের ক্রিকেট লড়াই। সিরিজের পরের ম্যাচ অনুষ্ঠিত হবে একই দিনে স্থানীয় সময় সকাল ১০টায়। সিরিজের তৃতীয় ম্যাচটিও একই দিনে হবে স্থানীয় সময় বিকাল ৩টায়।
৩০ নভেম্বর হবে সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ। চতুর্থ ম্যাচটি হবে স্থানীয় সময় সকাল ১০টায় আর পঞ্চম ম্যাচটি মাঠে গড়াবে বিকাল ৩টায়।
সিরিজে আর্জেন্টিনার নেতৃত্ব দেবেন ডানহাতি ব্যাটার রোমারিও এসকোবার। ব্রাজিলের নেতৃত্ব দেবেন ফেলিপে ইজিদোরো অসুনসাও, যার টি–টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা প্রায় ১১টির মতো। আর্জেন্টিনার হোম ভেন্যু ক্লাব সান আলবায়ানোতে হবে সিরিজের সব ম্যাচ।