সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫, ১০:২১:০৫

নাম ঘোষণা ‘ওয়ানডের সর্বকালের সেরা’ ব্যাটারের

নাম ঘোষণা ‘ওয়ানডের সর্বকালের সেরা’ ব্যাটারের

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ব্যাটিং তারকা বিরাট কোহলি আরো একবার ছাড়িয়ে গেলেন নিজেকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি করে এককভাবে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হওয়ায় নিজেকে আরো সুসংহত করলেন। রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তার ১২০ বলে ১৩৫ রানের ইনিংস শুধু ভারতকে বড় সংগ্রহই এনে দেয়নি, তাকে নিয়ে গেছে আরেকটি ঐতিহাসিক মাইলফলকে।

এই সেঞ্চুরি দিয়ে কোহলির ওয়ানডে সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ৫২।

এই ফরম্যাটে টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড তিনি আরো আগেই ছাড়িয়ে শীর্ষে বসেছেন। ক্রিকেটবিশ্বে তাই আবারও শুরু হয়েছে প্রশংসার জোয়ার।

ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার কোহলিকে নিয়ে উচ্ছ্বসিত মন্তব্য করেন। জিওস্টারের মধ্যবিরতিতে গাভাস্কার বলেন, ‘যারা বিরাট কোহলির সঙ্গে খেলেছে বা তার বিপক্ষে খেলেছে, সবাই একমত, সে (কোহলি) ওয়ানডের সর্বকালের সেরা।

রিকি পন্টিংও তাকে ‘GOAT’ বলেছেন। অস্ট্রেলিয়ানদের কাছ থেকে প্রশংসা আদায় করা খুবই কঠিন। শচীনের রেকর্ড ভাঙা মানেই বোঝা যায় তার অবস্থান কতটা উঁচুতে।’ টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের পর এখন কোহলি শুধু ওয়ানডেই খেলছেন।

সাম্প্রতিক সময়ে তার ফর্ম নিয়ে সমালোচনা উঠলেও অস্ট্রেলিয়া সফরের দুর্দান্ত ব্যাটিংয়ের ধারাবাহিকতা দেশে ফিরেও বজায় রাখলেন তিনি। 

ক্যারিয়ারের শেষভাগে এসে আরেকটি বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন কোহলি। ওয়ানডেতে তার প্রভাব ও ধারাবাহিকতার প্রমাণ মিলছে একের পর এক রেকর্ডে। গাভাস্কারসহ সাবেকদের মতে, কোহলি ভারতীয় ক্রিকেটকে আরো বহু স্মরণীয় মুহূর্ত উপহার দেবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে