মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৬:৫০

জানেন এবার কোন ৩ ক্রিকেটার পুলিশের নজরে?

জানেন এবার কোন ৩ ক্রিকেটার পুলিশের নজরে?

স্পোর্টস ডেস্ক : অ্যাশেজের প্রথম টেস্টে পার্থে আট উইকেটের হতাশাজনক পরাজয়ের পর ব্রিসবেনে পৌঁছায় ইংল্যান্ড দল। ম্যাচটি মাত্র দুই দিনেরও কম সময়ে শেষ হওয়ায় পরবর্তী টেস্টের আগে লম্বা বিরতি পায় ক্রিকেটাররা। 

এই ফাঁকা সময়কে উপভোগ করতে ইংল্যান্ডের তিন ক্রিকেটার-অধিনায়ক বেন স্টোকস, পেসার মার্ক উড ও উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথ ঘুরতে বের হন ই-স্কুটারে চড়ে। তবে তারা তিনজনই কুইন্সল্যান্ডের আইন ভঙ্গ করে পুলিশের নজরে পড়েছেন।

স্থানীয় নিয়ম অনুযায়ী, হেলমেট ছাড়া ই-স্কুটার চালানো দণ্ডনীয় অপরাধ। ছবি ও ভিডিওতে দেখা যায়, তারা কেউই হেলমেট পরেননি। স্মিথের স্কুটারেই একটি হেলমেট ঝুলতে দেখা গেছে, তবু তিনি তা ব্যবহার করেননি। ছবিতে দেখা গেছে, বাঁ হাঁটুতে ভারী ব্যান্ডেজ পরা উড স্কুটার চালাচ্ছেন।

উল্লেখ্য, কুইন্সল্যান্ডের রোড রুলস-এর ২৫৬এ(১) ধারা অনুযায়ী হেলমেট ছাড়া স্কুটার চালালে সর্বোচ্চ ১৬৬ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

ইংল্যান্ড ক্রিকেটারদের এর আগে অস্ট্রেলিয়ায় আইন লঙ্ঘনের অভিজ্ঞতাও রয়েছে। ২০১০-১১ অ্যাশেজ জয়ের পর কিংবদন্তি ব্যাটার কেভিন পিটারসেন মেলবোর্নে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য ২৩৯ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা গুনেছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে