মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩২:৩৬

তারকা ক্রিকেটারের মৃত্যু, নেমে এসেছে শোকের ছায়া

তারকা ক্রিকেটারের মৃত্যু, নেমে এসেছে শোকের ছায়া

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে ৬২ টেস্ট ও ৭১ ওয়ানডে ম্যাচ খেলা ব্যাটার রবিন স্মিথ মারা গেছেন। সোমবার (১ ডিসেম্বর) ৬২ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

এ তারকার মৃত্যুর বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে তার পরিবার। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।

 ১৯৮৮ সাল থেকে ১৯৯৬; আট বছর আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছেন রবিন স্মিথ। ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে ১৬৭ রানের দুর্দান্ত একটি অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। তার সময়কালে যেটি ছিল যেকোনো ইংলিশ ব্যাটারের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। যেটি তিনি অবসরের পরও ২০ বছর নিজের আয়ত্বে রেখেছিলেন। সব মিলিয়ে রেকর্ডটি তার একান্ত নিজের ছিল ২৩ বছর। ২০১৬ সালে ১৭১ রান করে রেকর্ডটি দখলে নেন অ্যালেক্স হেলস।
 
সব মিলিয়ে রবিন জাতীয় দলের হয়ে ৬২ টেস্টে ৪৩.৬৭ গড়ে করেছেন ৪২৩৬ রান। যেখানে শতকের সংখ্যা ছিল ৯টি। ৭১ ওয়ানডেতে ৩৯.০১ গড়ে করেছেন ২৪১৯ রান।
 
রবিন ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাতালেও তার জন্ম ও বেড়ে ওঠা মূলত দক্ষিণ আফ্রিকায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে