স্পোর্টস ডেস্ক : আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের মূল পর্ব। যেখানে কার্লো আনচেলত্তির অধীনে অংশ নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইতোমধ্যে সেরা স্কোয়াড তৈরির প্রক্রিয়া শুরু করেছেন এই ইতালিয়ান কোচ। তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে শতভাগ ফিট থাকতে হবে খেলোয়াড়দের।
সম্প্রতি ব্রাজিলের স্থানীয় এক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন আনচেলত্তি। এমনই দলের সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়রের জন্যও এক শর্ত প্রযোজ্য বলেছেন তিনি।
আনচেলত্তি বলেন, এই দলে অনেক উঁচু মানের খেলোয়াড় রয়েছে। তবে যারা শতভাগ ফিট আমরা তাদের মধ্যে থেকেই চূড়ান্ত দল বেছে নেব। এটা শুধু নেইমারের ক্ষেত্রে নয়, এটা হতে পারে ভিনিসিয়ুসও। যদি ভিনিসিয়ুস ৯০ শতাংশ ফিট থাকে তবে আমি যে খেলোয়াড় শতভাগ ফিট তাকেই দলে ডেকে নেব।
তিনি বলেন, এটা এমন একটি দল হতে যাচ্ছে যাদেরকে সর্বোচ্চ পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হবে, বিশেষ করে আক্রমনভাগে। আর এই বিভাগে আমার দলে বেশ কিছু অসাধারণ খেলোয়াড় রয়েছে।
এর আগে অক্টোবরে জাতীয় দলের আরেক তারকা নেইমারকে উদ্দেশ্য করেও আনচেলত্তি এই একই সতর্ক বার্তা দিয়েছিলেন। ঐ সময় তিনি বলেছিলেন ফিটনেস ফিরে পেলেই তারকা এই ফরোয়ার্ড জাতীয় দলে ফিরবেন।
তবে এখনও ইনজুরির সঙ্গে লড়াই করছেন নেইমার। সময় যত গড়াচ্ছে তার বিশ্বকাপে খেলার পথ তত কঠিন হচ্ছে। বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আগামী বছর ২৩-৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিলের বস্টনে অনুশীলন ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।