বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫, ০২:৫০:১১

কয়েক ঘণ্টার ব্যবধানে মত পাল্টে রাজি বিরাট কোহলি!

কয়েক ঘণ্টার ব্যবধানে মত পাল্টে রাজি বিরাট কোহলি!

স্পোর্টস ডেস্ক : ভারতের ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে না খেলার সিদ্ধান্ত জানিয়ে রেখেছিলেন আগেই। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে মত পাল্টে ঘরোয়া এক দিনের ক্রিকেটে খেলতে রাজি হলেন বিরাট কোহলি।

ভারতীয় বোর্ড কর্মকর্তাদের নির্দেশের বিরুদ্ধে গিয়ে শুরুতে কোহলি জানিয়েছিলেন, তিনি ঘরোয়া টুর্নামেন্টটিতে অংশ নিতে আগ্রহী নন। তবে পরে অবস্থান পাল্টে জানান, প্রতিযোগিতায় খেলতে তার আর কোনো আপত্তি নেই।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-কে বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘বিজয় হাজারে নিয়ে আলোচনায় কোহলি প্রথমে রাজি হয়নি। রোহিত শর্মা খেলতে প্রস্তুত। তাহলে একজন খেলোয়াড়ের জন্য আলাদা নিয়ম কিভাবে হয়? অন্যদের আবার কী বলব? তারা তো বলতেই পারে—একজন আছে, যার জন্য নিয়ম আলাদা।’

এ অবস্থায় নির্বাচকেরা কোহলিকে বোঝানোর উদ্যোগ নেন।

জানানো হয়, তার অংশগ্রহণে যেমন নিজের ফর্ম ও প্রস্তুতির উন্নতি হবে, তেমনি ঘরোয়া ক্রিকেটের আকর্ষণও বাড়বে।
ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত ঘরোয়া ক্রিকেটের উন্নতির চিন্তা করেই নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন কোহলি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে