শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ১১:১৩:৫২

ব্রাজিল-আর্জেন্টিনা খেলবে বিশ্বকাপের ফাইনালে?

ব্রাজিল-আর্জেন্টিনা খেলবে বিশ্বকাপের ফাইনালে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল দুনিয়ার সবচেয়ে আবেগঘন লড়াইগুলোর মধ্যে ব্রাজিল–আর্জেন্টিনা দ্বৈরথ সবসময়ই আলাদা উত্তেজনা তৈরি করে। মাঠের খেলাই নয়, দুই দেশের সংস্কৃতি, গৌরব আর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা এই ম্যাচকে পরিণত করে মহারণে। কোটি ভক্তের হৃদস্পন্দন থমকে থাকে এই দুই জায়ান্ট মাঠে নামলে।

এবার সেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হতে পারে নারী ফুটসাল বিশ্বকাপের ফাইনালে। তবে এর জন্য মিলতে হবে খুবই সহজ সমীকরণ, ব্রাজিল ও আর্জেন্টিনা দু'দলকেই তাদের নিজ নিজ সেমিফাইনাল ম্যাচ জিততে হবে। আর্জেন্টিনা মুখোমুখি হবে পর্তুগালের, আর ব্রাজিল লড়বে স্পেনের বিপক্ষে।

ফুটসালে আর্জেন্টিনা–পর্তুগাল ইতিহাসে মাত্র একবারই মুখোমুখি হয়েছে। ২০১১ সালের সেই ম্যাচে পর্তুগাল ৫–২ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে। বর্তমান পর্তুগাল দলে থাকা দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় আনা কাতারিনা পেরেইরা ও আনা আজেভেদ সেই ম্যাচেও মাঠে ছিলেন।

অন্যদিকে, ব্রাজিল ও স্পেন দু’দলই টুর্নামেন্টজুড়ে গোলবন্যা বইয়ে সেমিফাইনালে উঠেছে। স্পেন এখন পর্যন্ত গোল করেছে ২৩টি, আর ব্রাজিলের গোল ২৫টি। ফলে দুই দলের সেমিফাইনালে গোলের দেখা পাওয়া যে নিশ্চিত তা বলার অপেক্ষা রাখে না।

দুই দলের মাঠে নামা মানেই বৈশ্বিক ফুটবলভক্তদের জন্য উৎসব। যদি সেমিফাইনালে জয়ের ধারায় থাকে ব্রাজিল ও আর্জেন্টিনা, তবে নারী ফুটসাল বিশ্বকাপের ফাইনাল দেখতে পারে আরেক মহারণ ব্রাজিল বনাম আর্জেন্টিনা। এই ম্যাচ হবে দক্ষতা, আবেগ, ইতিহাস ও আধুনিক ফুটসাল শক্তির এক অনন্য মিশ্রণ।

এখন চোখ রাখার পালা সেমিফাইনালের সমীকরণ মিললে কি তবে দেখা মিলবে স্বপ্নের সেই ব্রাজিল–আর্জেন্টিনা ফাইনাল?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে