স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে জিততে করতে হতো ৫৩১ রান, যা প্রায় অসম্ভবই। রান তাড়া করতে না পারলেও তারা যেটা করেছে সেটা জয়েরই সমান। জাস্টিন গ্রিভসের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৫৭ রান করে টেস্ট ড্র করেছে তারা।
লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ৭২ রানেই চার উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এমন অবস্থায় এই ম্যাচ ড্র হবে সেটি বোধহয় তখনও কেউ ভাবেনি। তবে গ্রিভসের ব্যাটিংয়ে সেটি সম্ভব হয়েছে। চার উইকেট হারানোর পর দলের হাল ধরেন শাই হোপ ও জাস্টিন গ্রিভস। পঞ্চম উইকেটে দুজন গড়ে তোলেন ১৯৬ রানের মহামূল্যবান জুটি।
হোপ দুর্দান্ত ব্যাটিংয়ে ১৪০ রান করে ফিরলেও অন্যপ্রান্তে অটল ছিলেন গ্রিভস। হোপ আউট হওয়ার পর টেভিন ইলমাস দ্রুত ফিরলে আরও বিপদে পড়ার শঙ্কা ছিল, কিন্তু সেখানেও রক্ষাকর্তার ভূমিকায় এগিয়ে আসেন কেমার রোচ।
সপ্তম উইকেটে রোচকে সঙ্গে নিয়ে নিউজিল্যান্ডের বোলারদের আটকেই রাখেন গ্রিভস। ব্যাট হাতে প্রকৃত নায়ক হয়ে উঠেন তিনি। দুর্দান্ত ধৈর্য, টেকনিক ও মানসিক শক্তির পরিচয় দিয়ে খেললেন অপরাজিত ২০২ রানের ইনিংস। অন্য পাশে ৫৮ রান নিয়ে অপরাজিত ছিলেন রোচ।
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ক্রাইস্টচার্চে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছিল ২৩১ রান এবং ওয়েস্ট ইন্ডিজ থেমেছিল ১৬৭ রানে। নিজেদের দ্বিতীয় ইনিংসে অধিনায়ক টম লাথামের ১৪৫ এবং রাচিন রবীন্দ্রর ১৭৬ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ৪৬৬ রান তুলে সফরকারীদের ৫৩১ রানের বিশাল লক্ষ্য দেয় কিউইরা।