সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫৯:১৭

৮ বছরের সম্পর্কের ইতি টানলেন কোহলি

৮ বছরের সম্পর্কের ইতি টানলেন কোহলি

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুইটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি হাঁকিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন এই ভারতীয় ব্যাটার। ঠিক এই উজ্জ্বল সময়েই মাঠের বাইরে আরেকটি বড় সিদ্ধান্ত নিলেন ৩৭ বছর বয়সী এই কিংবদন্তি।

২০১৭ সালে পুমার সঙ্গে ১১০ কোটি টাকার চুক্তি করেছিলেন বিরাট কোহলি। সেই চুক্তি শেষ হওয়ার পর নতুন করে ৩০০ কোটি টাকার বিশাল অফার দিয়েছিল বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। কিন্তু সেই প্রস্তাব গ্রহণ না করে পুমার সঙ্গে ৮ বছরের সম্পর্কের ইতি টানলেন বিশ্ব ক্রিকেটের ‘কিং’।

এদিকে পুমার সঙ্গে সম্পর্কের ইতি টেনে ভারতীয় উদ্যোক্তাদের তৈরি নতুন স্পোর্টসওয়্যার স্টার্টআপ অ্যাজিলিটাস স্পোর্টসের সঙ্গে হাত মিলিয়েছেন কোহলি। শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেই নয়, বিনিয়োগকারী হিসেবেও যুক্ত হচ্ছেন তিনি। জানা গিয়েছে, সংস্থার ১.৯৪ শতাংশ শেয়ার থাকবে বিরাটের দখলে।

রোববার (৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নতুন স্টার্টআপ-ইনিংসের ঘোষণা দেন কোহলি। তিনি জানিয়েছেন, 'এই উদ্যোগ সম্পর্কে প্রথম শুনেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। যারা এই সংস্থার সঙ্গে রয়েছেন এবং যেভাবে তারা কাজ করতে চান, তাতে আমার মনে হয়েছে এটি একটি দুর্দান্ত উদ্যোগ।'

এদিকে বিরাটের নিজের তৈরি জনপ্রিয় ব্র্যান্ড ওয়ান-৮ এর পণ্যও বিক্রি হবে স্পোর্টসওয়্যার স্টার্টআপ অ্যাজিলিটাস স্পোর্টসের বাণিজ্যিক কৌশলের মাধ্যমে। ফলে সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছবে ওয়ান-৮ এর পোশাক ও অ্যাক্সেসরিজ।

উল্লেখ্য, এই স্টার্টআপের প্রতিষ্ঠাতা হলেন অভিষেক গঙ্গোপাধ্যায়, যিনি ভারত ও দক্ষিণ–পূর্ব এশিয়ায় পুমার সাবেক প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তার অভিজ্ঞতা ও ভাবনায় আস্থা রেখেই বিরাট এই নতুন ইনিংস শুরু করলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে