মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৮:৪৮

২০২৬ বিশ্বকাপের শিরোপা নেবে যে দেশ, জানুন ভবিষ্যদ্বাণী

২০২৬ বিশ্বকাপের শিরোপা নেবে যে দেশ, জানুন ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে সাহসী ও অবিশ্বাস্য এক ভবিষ্যদ্বাণী করেছেন টেনিস দুনিয়ার জীবন্ত কিংবদন্তি নোভাক জোকোভিচ। তার মতে, পরবর্তী বিশ্বকাপের শিরোপা উঠবে পর্তুগালের হাতে, আর ফাইনালে তারা পরাজিত করবে মেক্সিকোকে!

আবুধাবিতে ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স চলাকালে জর্ডানিয়ান কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ আদনানের সঙ্গে আলাপচারিতায় নিজের এই অনুমানের কথা জানান সার্বিয়ান তারকা। জোকোভিচ স্পষ্ট ভাষায় বলেন,
আমি একটু ঝুঁকি নিয়েই বলছি—ফাইনাল খেলবে পর্তুগাল ও মেক্সিকো, আর শিরোপা জিতবে পর্তুগাল।

নিজের বক্তব্যকে আরও জোর দিয়ে তিনি যোগ করেন, তিনি ইচ্ছাকৃতভাবেই এমন সাহসী ভবিষ্যদ্বাণী করছেন।

২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আসরে মেক্সিকো রয়েছে ‘এ’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপিয়ান প্লে-অফের ‘পাথ ডি’ থেকে আসা একটি দল—যেখানে রয়েছে চেক প্রজাতন্ত্র, আয়ারল্যান্ড, ডেনমার্ক ও উত্তর মেসিডোনিয়া।

অন্যদিকে, ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন পর্তুগাল খেলবে ‘কে’ গ্রুপে। কোচ রবার্তো মার্তিনেজের দলটির সঙ্গে রয়েছে উজবেকিস্তান, কলম্বিয়া এবং ফিফা প্লে-অফ ‘এ’ থেকে উঠে আসা একটি দল—নিউ ক্যালেডোনিয়া, জ্যামাইকা বা কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের যেকোনো একটিকে তারা পেতে পারে।

টেনিস কোর্টের বাইরের বিষয়ে খুব একটা মন্তব্য না করলেও, বিশ্বকাপ নিয়ে জোকোভিচের এই ভবিষ্যদ্বাণী ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এখন সময়ই বলে দেবে, তার এই সাহসী অনুমান বাস্তবে কতটা মিল খুঁজে পায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে