স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার রোববার ঢাকায় পৌঁছেছেন। আসন্ন বিপিএল মৌসুমে তিনি ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ শুরু করবেন। ঢাকায় পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় ফ্র্যাঞ্চাইজিটি।
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামে পরিচিত শোয়েব আখতারের যুক্ত হওয়াকে দলের জন্য বড় পদক্ষেপ হিসেবে দেখছে ঢাকা ক্যাপিটালস। নতুন মৌসুম সামনে রেখে দলকে আরও শক্ত ও শৃঙ্খলিত করতে চায় ফ্র্যাঞ্চাইজি। সেই লক্ষ্যেই অভিজ্ঞ এই পেসারকে মেন্টরের দায়িত্ব দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে শোয়েব আখতারের। তার জয়ের মানসিকতা ও নেতৃত্বগুণ দলকে উপকার দেবে বলে আশা করছে কর্তৃপক্ষ। মাঠের ভেতর ও বাইরে খেলোয়াড়দের দিকনির্দেশনা দেবেন তিনি।
ঢাকা ক্যাপিটালস ও রিমার্ক এইচবি আসন্ন মৌসুম নিয়ে আশাবাদী। শোয়েব আখতারের মেন্টরশিপে একটি উত্তেজনাপূর্ণ মৌসুমের প্রত্যাশা করছে তারা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসর শুরু হবে ২৬ ডিসেম্বর। পরদিন ঢাকার প্রথম ম্যাচ। প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।