বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৬:৩৭

ধারাভাষ্য কক্ষে গিয়ে চেয়ার ভাঙতে চাইলেন ম্যাকগ্রা! কিন্তু কেন?

ধারাভাষ্য কক্ষে গিয়ে চেয়ার ভাঙতে চাইলেন ম্যাকগ্রা! কিন্তু কেন?

স্পোর্টস ডেস্ক : অ্যাশেজের তৃতীয় টেস্টে ইতিহাস গড়লেন নাথান লায়ন। অ্যাডিলেডে দ্বিতীয় দিনের সকালে তিনি গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি হন। এই মুহূর্তে তার উইকেট সংখ্যা দাঁড়ায় ৫৬৪।

বেন ডাকেটকে ক্লিন বোল্ড করে ম্যাকগ্রার ৫৬৩ উইকেটের রেকর্ড ভাঙেন লায়ন। উইকেট পড়ার সঙ্গে সঙ্গে ক্যামেরা চলে যায় ধারাভাষ্য কক্ষে। সেখানে থাকা ম্যাকগ্রা মজা করে চেয়ারে বসেই ‘রাগ’ দেখান। তিনি যেন চেয়ার ছুড়ে ফেলবেন এমন ভঙ্গি করেন। এই দৃশ্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

দ্বিতীয় দিনের সকালে নিজের প্রথম ওভারেই দুই উইকেট নেন লায়ন। তার আগে প্যাট কামিন্স জ্যাক ক্রলিকে আউট করেন। এতে ইংল্যান্ডের ধস নামে। মাত্র ১৫ বলের মধ্যে তিনটি উইকেট পড়ে।

লায়ন আগে অলি পোপকে আউট করে ম্যাকগ্রার সমান হন। চার বল পর ডাকেটের অফ স্টাম্প ভেঙে ইতিহাসে নাম লেখান। অস্ট্রেলিয়ার তালিকায় এখন তার সামনে শুধু শেন ওয়ার্ন। ওয়ার্নের উইকেট সংখ্যা ৭০৮।

লায়নের এই সাফল্য আরও তাৎপর্যপূর্ণ। কারণ দ্বিতীয় টেস্টে তিনি দলে ছিলেন না। সেই ম্যাচ জিতে অস্ট্রেলিয়া সিরিজে ২-০ তে এগিয়ে যায়। অ্যাডিলেডে ফিরে তিনি সঙ্গে সঙ্গে বড় নিজেকে চেনালেন লায়ন।

এর আগে অস্ট্রেলিয়া ৩২৬ রানে ৮ উইকেট হারিয়ে দিন শুরু করে। দল গুটিয়ে যায় ৩৭১ রানে। জোফরা আর্চার পাঁচ উইকেট নেন। মিচেল স্টার্ক করেন দ্রুত ৫৪ রান।

দুপুরের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ছিল ৫৯ রানে ৩ উইকেট। ম্যাচ বাঁচাতে তাদের লম্বা ইনিংস দরকার। তবে দিনটি ছিল লায়নের। সঙ্গে ছিল ম্যাকগ্রার হাস্যরস ভরা স্বীকৃতি।

অ্যাশেজে নাথান লায়ন ম্যাকগ্রাকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি। ধারাভাষ্য কক্ষে মজা করে প্রতিক্রিয়া দেখান ম্যাকগ্রা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে