বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ০২:৪১:৩১

আইপিএলের পর এবার আরেক সুখবর পেলেন মুস্তাফিজ

আইপিএলের পর এবার আরেক সুখবর পেলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজিতে নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রহমান। সাকিব-মাশরাফি-লিটনদের পর তিনি কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন। 

কেবল দল পরিবর্তন হয়নি ফিজের, বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৯ কোটি ২০ লাখ রুপিতে (১২ কোটি ৩৭ লাখ টাকা) দল পেয়েছেন এই কাটার মাস্টার।

যদিও মুস্তাফিজ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ঠিক কতদিন আইপিএলে খেলতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এই প্রসঙ্গে গতকাল (বুধবার) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, ‘মুস্তাফিজকে যে ডিপার্টমেন্ট দেখে সেটা ক্রিকেট অপারেশন্স, আমার থেকে তারা ভালো বলতে পারবে। তারপরও এ ব্যাপারটা আমি আলোচনা করব। আইপিএলের সময় কি কি সিরিজ আছে। কোথায় তাকে বাংলাদেশের জন্য দরকার, কোথায় দরকার নাই এটা অপারেশন্স চিন্তা করবে।’

এদিকে, আইপিএলের পুরো মৌসুমে মুস্তাফিজের খেলা নিয়ে এবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম কথা বলেছেন। আগামী বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। ফলে মুস্তাফিজকে আন্তর্জাতিক এই সিরিজে খেলেই আইপিএলে যোগ দিতে হবে।

এই বিষয়ে আজ (বৃহস্পতিবার) মিরপুরে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘মুস্তাফিজকে এনওসি দিয়েছি পুরো আইপিএলের জন্য। শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে যে সময়ে থাকবে, ওই সময় সে দেশে ফিরবে। ওই সিরিজের সময়কাল আট দিন।’

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের আসন্ন সিরিজের সূচি চূড়ান্ত হয়নি। তবে মার্চ-এপ্রিলে হতে পারে ওই সিরিজ। অন্যদিকে, ২০২৬ সালের ২৬ মার্চ শুরু হতে পারে আইপিএলের নতুন আসর। ফাইনাল ম্যাচ হওয়ার সম্ভাব্য তারিখ ৩১ মে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে