শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৯:৪১

এবার আসরের মাঝপথে মুস্তাফিজের বদলি খেলোয়াড়!

এবার আসরের মাঝপথে মুস্তাফিজের বদলি খেলোয়াড়!

স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টির জন্য ২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে ২৪ তারিখ তার দলের ম্যাচ থাকায় সেই ম্যাচ খেলে পরের দিন দেশে ফেরেন এই পেসার।

বিপিএলের জন্য মুস্তাফিজ চলে আসায় তার বদলি নিয়েছে আইএল টি-টোয়েন্টির দল দুবাই ক্যাপিটালস। বাংলাদেশি এই বাঁহাতি পেসারের বিকল্প হিসেবে কানাডিয়ান পেসার কলিম সানাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। 

সানাকে দলে নেওয়ার খবর নিশ্চিত করে দুবাই লিখেছে, 'আসরের বাকি ম্যাচগুলোর জন্য মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে দলে যোগ দিলেন আমাদের জিএসএল তারকা (গ্লোবাল সুপার লিগ) করিম সানা।'

আইএলটি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে ছিলেন মুস্তাফিজ। আসর ছাড়ার সময় টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ছিলেন ফিজ। ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে ১৫ উইকেট শিকার করেন তিনি।

এদিকে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলবেন মুস্তাফিজ। এখনো তার দল মাঠে নামেনি। আগামী সোমবার চট্টগ্রামের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাইডার্সরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে