মঙ্গলবার, ০৬ জানুয়ারী, ২০২৬, ০৭:০০:৫৫

আইসিসির তিন প্রস্তাব মুস্তাফিজ ইস্যুতে?

আইসিসির তিন প্রস্তাব মুস্তাফিজ ইস্যুতে?

স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুতে কঠোর অবস্থান বাংলাদেশের। বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমন পরিস্থিতিতে বিসিসিআই পড়েছে বেকায়দায়। 

বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে গুনতে হবে কোটি কোটি টাকার লোকসান। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

জানা গেছে, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে ভারত যেতে রাজি করাতে আইসিসির মাধ্যমে নতুন প্রস্তাব দিতে যাচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চলমান জটিল পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে আইসিসি থেকে এরই মধ্যে এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গেছে, যে কোনো এক সময়ে অনলাইন সভার মাধ্যমে এ আলোচনা হবে।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশকে তিন প্রস্তাব দিতে পারে বিসিবি-

১. বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়ার পাশাপাশি আইসিসির নিরাপত্তা কমিটি সে নিরাপত্তামূলক ব্যবস্থা সরেজমিনে যাচাই করে বাংলাদেশ দলকে ভারতে খেলতে যাওয়ার কথা বলবে। ২. পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বাংলাদেশের দাবি মেনে পুরো সূচিতে বদল এনে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ ৪টি শ্রীলঙ্কায় সরিয়ে নেব। ৩. বাংলাদেশ দল ভারতে খেলতে না চায়, তাহলে আইসিসি ওই ম্যাচগুলো ওয়াকওভার (বাংলাদেশের পয়েন্ট শূন্য ধরে) বলে গণ্য করতে পারে। যদিও এমন কঠোর অবস্থানে যাওয়ার সম্ভাবনা খুবই কম।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, আইসিসি নীতিগতভাবে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর বিষয়টি পুরোপুরি নাকচ করে দিচ্ছে না। তবে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা মনে করছে, এত কম সময়ের মধ্যে এমন সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জটিল এবং এর প্রভাব পড়তে পারে পুরো টুর্নামেন্ট কাঠামোর ওপর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে