স্পোর্টস ডেস্ক : ভারতের ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা) সোমবার (৫জানুয়ারি) এক তালিকা প্রকাশ করেছে। যেখানে ১৪ জন ক্রিকেটারসহ মোট ৩৪৭ জন খেলোয়াড়ের নাম রয়েছে। যারা যে কোনও সময় ডো প পরীক্ষার জন্য ডাক পেতে পারেন। এই তালিকা প্রকাশের মাত্র কিছু সময়ের মধ্যে নাডা এক ক্রিকেটারের ডোপ পরীক্ষার ফলাফল প্রকাশ করে তাকে সাময়িক নিষেধাজ্ঞা দেয়।
উত্তরাখণ্ডের পেসার রাজন কুমারের নমুনায় নিষিদ্ধ ড্রা গ পাওয়া গেছে বলে জানানো হয়েছে। গত ৮ ডিসেম্বর দিল্লির বিপক্ষে খেলায় অংশগ্রহণ করার পর নেওয়া তার ডো প পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়। রাজনের নমুনায় অ্যা নাবলিক স্টে রয়েড ড্রো স্টানোলোন ও মে টেনো লোনের পাশাপাশি ক্লো মিফেন নামক ওষুধের অস্তিত্ব পাওয়া গেছে, যা সাধারণত মহিলাদের বন্ধ্যাত্ব চিকিৎসায় ব্যবহৃত হলেও পুরুষদের টেস্টস্টের নের মাত্রা বাড়ানোর জন্যও ব্যবহৃত হয়।
২৯ বছর বয়সী এই পেসারকে না ডা সাময়িক নিষেধাজ্ঞায় রেখেছে এবং তার বিরুদ্ধে আরও কঠোর শাস্তির সম্ভাবনা রয়েছে। এই ঘটনায় রাজন বা উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থা এখনও কোনো মন্তব্য করেনি।
এর আগে, ২০১৯ সালে পৃথ্বী শ এবং ২০২০ সালে অনশুলা রাও ডো প পরীক্ষায় ধরা পড়ে এবং তাদেরও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছে। ভারতীয় ক্রিকেটে ডোপ নিয়ে সতর্কতার পাশাপাশি কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে বলে দেখা যাচ্ছে। যাতে খেলোয়াড়রা ন্যায্যভাবে খেলার মাঠে অংশ নিতে পারেন।