বুধবার, ০৭ জানুয়ারী, ২০২৬, ১২:৫৯:৩৭

নতুন বার্তা দিলেন মুস্তাফিজ

নতুন বার্তা দিলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়ার তিনদিন পর নতুন বার্তা দিয়েছেন মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার (৬ জানুয়ারি) ফেসবুক পোস্টে তিনি লেখেন,‘Eyes on the field, mind on the win!’ (চোখ মাঠে, মন জয়ের দিকে)।

সম্প্রতি মুস্তাফিজকে ঘিরে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে। আইপিএলের আসন্ন মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বলে ঠিক থাকলেও বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দিতে হয় ফ্র্যাঞ্চাইজিকে। নিরাপত্তার কারণে তাকে বাদ দেওয়া হলেও বিষয়টি দুই দেশের ক্রিকেট বোর্ড ছাড়িয়ে সরকারের পর্যায়ে পৌঁছে গেছে।

আইপিএল ইস্যুতে যত আলোচনা-সমালোচনাই হোক না কেন, মুস্তাফিজ চলমান বিপিএলে তার ছাপ পড়তে দেননি। রংপুর রাইডার্সের জার্সিতে বল হাতে প্রতি ম্যাচেই আগুন ঝরাচ্ছেন এই কার্টার।

কখনো উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দিচ্ছেন, আবার কখনো স্লগ ওভারে অবিশ্বাস্য কিপটে বোলিংয়ে ব্যাটারদের বোকা বানাচ্ছেন। মূলত তার এই অতিমানবীয় ফর্মই রংপুরকে টুর্নামেন্টে শক্ত অবস্থানে রেখেছে।

আর জন্যই পোস্টে তিনি লেখেন, ‘Eyes on the field, mind on the win!’ (চোখ মাঠে, মন জয়ের দিকে)।

মুস্তাফিজের বোলিংয়ে মুগ্ধ প্রতিপক্ষ শিবিরের কোচরাও। চট্টগ্রাম রয়্যালসের কোচ তুষার ইমরান তার প্রশংসা করে বলেন, মুস্তাফিজের বিপক্ষে আসলে সব দলই সংগ্রাম করছে, বিশেষ করে শেষ চার ওভারে। গত ম্যাচেও শেষ ২ ওভারে মাত্র ৬ রান দিয়েছে সে। 

তিনি আরও বলেন, মুস্তাফিজের কারণেই একদিকে যেমন উইকেট পড়ছে, অন্যদিকে রানও আসছে না। এ দুইয়ের সংমিশ্রণেই প্রতিপক্ষ বড় সমস্যায় পড়ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে