স্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পরিবর্তনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে আইসিসির সেই অনুরোধেও সিদ্ধান্তে অটল রয়েছে বিসিবি।
মঙ্গলবার দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। বৈঠকে বিসিবির পক্ষ থেকে সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নেন।
বৈঠকে বিসিবি নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরে আইসিসিকে তাদের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দেয়। বিসিবির বক্তব্য অনুযায়ী, ভারতের পরিবর্তে অন্য কোনো দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী বাংলাদেশ।
অন্যদিকে আইসিসির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এই শেষ মুহূর্তে ভেন্যু বা সূচি পরিবর্তন করা লজিস্টিক কারণে অত্যন্ত জটিল। সে কারণেই বাংলাদেশকে তাদের ‘ভারতে না যাওয়ার’ সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায় আইসিসি।
তবে বিসিবি জানিয়ে দিয়েছে, নিরাপত্তার বিষয়টি তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ায় এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসছে না।
এদিকে, চলমান এই সংকট আলোচনার মাধ্যমে সমাধানের লক্ষ্যে উভয় পক্ষ যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছে। বিসিবি আইসিসিকে জানিয়েছে, খেলোয়াড়, কর্মকর্তা ও কর্মীদের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।