স্পোর্টস ডেস্ক : অর্থনৈতিক সংকটে ভুগছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক বিশ্বকাপজয়ী পেসার শাহিন আলম। পারিবারিক অস্বচ্ছলতা ও দীর্ঘদিনের চোটের কারণে ক্রিকেট থেকে অনেকটাই দূরে সরে যেতে বাধ্য হয়েছেন তিনি। এই পরিস্থিতিতে শাহিনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শাহিন আলমের হাতে ৫ লাখ টাকার একটি আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা জয়ে শাহিন আলম ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তবে বিশ্বকাপ জয়ের পর উচ্চপর্যায়ের ক্রিকেটে নিজেকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি তিনি। ইনজুরি, বাবা-মায়ের অসুস্থতা এবং পারিবারিক আর্থিক সংকট একসঙ্গে তার ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়ায়।
চোটের টানাপোড়েনে দীর্ঘ প্রায় দুই বছর মাঠের বাইরে ছিলেন এই পেসার। সুস্থ হয়ে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। চলমান প্রথম বিভাগ ক্রিকেটে খেলতে আগ্রহী থাকলেও একাধিক ক্লাবের লিগ বর্জনের কারণে সেখানে অংশ নেওয়ার সুযোগও পাননি শাহিন।
দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে থাকা, পরিবারের চিকিৎসা ব্যয় এবং আর্থিক অনটনের চাপে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছিলেন তিনি। এর আগে তার সাবেক সতীর্থরাও শাহিনের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছিলেন। এবার বিসিবির এই আর্থিক সহায়তা তার জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলে মনে করা হচ্ছে।