স্পোর্টস ডেস্ক : একের পর এক বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন এম নাজমুল ইসলাম। সর্বশেষ ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে অস্বাভাবিক মন্তব্য করায় খেলোয়াড়রা তার পদত্যাগ চান। তার পদত্যাগ চেয়ে আজ এক সংবাদ সম্মেলন করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব)।
তবে বিসিবির গঠনতন্ত্রে আছে, একজন পরিচালক নিজ থেকে পদত্যাগ না করলে তাকে সরাতে পারে না বোর্ড।
যতটুকু করতে পারে তা আজ করেছে বিসিবি। নাজমুলকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দিয়েছে। আজ অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিসিবি এই সিদ্ধান্ত নেয়।
নাজমুলকে অব্যাহতি দেওয়ার বিষয়ে বিসিবি বিজ্ঞপ্তিতে লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানাচ্ছে, সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনা করে এবং সংগঠনের সর্বোত্তম স্বার্থে জনাব নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি।
বিসিবি গঠনতন্ত্রের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছেন সভাপতি। লক্ষ্য— বোর্ডের কাজ নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি ফিন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।’
নাজমুল যে কঠোর শাস্তি পাচ্ছেন সেটা আগে থেকে জানা যাচ্ছিল।
কেননা গতকাল নাজমুলের পদত্যাগের বিষয়ে একটা আলটিমেটাম দিয়েছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। ক্রিকেটারদের সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, আগামীকাল (আজ) বিপিএল শুরুর আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কটের ডাক দেন।
নাজমুল পদত্যাগ না করায় আজ বিপিএলের প্রথম ম্যাচও হয়নি। আজ দ্বিতীয় ম্যাচ হবে কি না, সেটার নিশ্চয়তাও নেই। অন্যদিকে বিসিবি পরিচালককে অব্যাহতি দিলেও ক্রিকেটাররা মানবেন কি না, সেটার নিশ্চয়তাও নেই।
কেননা খেলোয়াড়দের একমাত্র চাওয়া নাজমুলকে পদত্যাগ করতে হবে। অন্যথা মাঠে নামবেন না তারা। তবে নাজমুল নিজে পদত্যাগ না করা পর্যন্ত বিসিবি তাকে সরাতে পারবে না। এমনটাই বিসিবির গঠনতন্ত্রে লেখা আছে।
বিসিবি গঠনতন্ত্রের ১৩.৩ ধারা অনুযায়ী, পরিচালনা পরিষদের পরিচালকদের মৃত্যু, পদত্যাগ, মানসিক ভারসাম্যতাহীন অথবা শৃঙ্খলাজনিত কারণে পদ শূন্য হবে। গঠনতন্ত্রের ১৫.২ ধারা অনুযায়ী, শারীরিক অসুস্থতা, বিদেশ গমন বা যথাযথ কারণ ব্যতিরেকে পরিচালনা পরিষদের পর পর ০৩ (তিন)টি সভায় অনুপস্থিত থাকলে তাকে পদ থেকে সরানো যাবে।
এ ছাড়া দেউলিয়া হলে বা অন্য কোনো ফেডারেশনের কোনো পদে আসীন হলেও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বোর্ডের পরিচালনা পরিষদ।