শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ০৯:২৬:৫১

বাংলাদেশকে রাজি করাতে ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধিদল

বাংলাদেশকে রাজি করাতে ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধিদল

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে তৈরি হওয়া সংশয় এখনও কাটেনি। ভারতের মাটিতে খেলবে না লিটনরা, এমন তথ্য সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের অনড় অবস্থানে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে আইসিসি। অনেক চেষ্টার পরও রাজি না হওয়ায় বাংলাদেশকে রাজি করাতে আইসিসির প্রতিনিধিদল আসছে ঢাকা। বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আসিফ নজরুল বলেন, আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকুই জানি, আমাকে আমিনুল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছেন যে, আইসিসির একটা টিম হয়তো আসছে বাংলাদেশে কথা বলার জন্য।

যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে তুমুল আগ্রহী। তবে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না তারা। তিনি বলেন, ‘আমরা আমাদের অবস্থান বদলানোর কোনো সুযোগ নাই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা আমাদের দেশেই খেলতে চাই এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তিনি তার বক্তব্যে আরও বলেন, ক্রিকেটের ব্যাপারটা খুব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে হয়েছে। এখানে আপনারা লক্ষ্য করেছেন, আমরা একজন ক্রিকেটার মুস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছে। তো সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরো বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে অপমানজনক যে মন্তব্য করেছেন, আমি একজন ক্রিকেট ভক্ত হিসেবে বলি; আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে