শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ০৪:২০:২৬

রংপুর রাইডার্সের অধিনায়কত্বে পরিবর্তন

 রংপুর রাইডার্সের অধিনায়কত্বে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : বিপিএলের দল রংপুর রাইডার্সের অধিনায়কত্বে এসেছে পরিবর্তন। নুরুল হাসান সোহানের বদলে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে লিটন দাসকে। দীর্ঘদিন দলটিকে নেতৃত্ব দেওয়া সোহানের পরিবর্তে বিপিএলের বাকি অংশে রংপুরের নেতৃত্বে দেখা যাবে লিটনকে।

সংবাদ সম্মেলনে এসে সোহানের বদলে লিটনকে অধিনায়ক করার ঘোষণা দিয়েছেন রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার। তিনি বলেছেন, ‘সোহান কিছুদিন আগে বলেছিল সে অধিনায়কত্ব থেকে সরে যেতে চায়। সে নিজের পারফরম্যান্স নিয়ে আরও কাজ করতে চায়। এটিই দেখিয়ে দিচ্ছে সে কেমন মানুষ। সে একদমই স্বার্থপর নয়। নিজের চেয়ে দলকে সে সামনে রাখছে। টুর্নামেন্টের বাকি অংশে লিটন দাস আমাদের নেতৃত্বে থাকবে।’

চলমান বিপিএলে সেরা ছন্দে নেই ২০১৭ সালের চ্যাম্পিয়ন দল রংপুর। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৪ জয়ে টেবিলের চার নম্বরে আছে তারা। প্লে-অফে জায়গা করে নিতে তাদের লড়াই করতে হবে ঢাকা ও নোয়াখালীর বিপক্ষে।

অধিনায়ক হিসেবে লিটনকে বেছে নেওয়ার কারণ জানিয়ে আর্থার বলেছেন, ‘লিটন জাতীয় দলের অধিনায়ক, তাই সহজ ছিল সিদ্ধান্ত নেওয়া। লিটনের অ্যাপ্রোচ, আগ্রাসী মানসিকতা, মাইন্ডসেট পারফেক্ট, সে এমন একজন নেতা যাকে সবাই ফলো করে এবং সম্মান করে।’

২০১৭ সালের বিপিএল চ্যাম্পিয়ন রংপুর শেষ তিন আসর ধরে প্লে-অফ খেলছে। তবে প্লে-অফের বাধা টপকাতে পারেনি তারা। এবার প্লে-অফে জায়গা করে নেওয়াটাই একটু কঠিন তাদের জন্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে