মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৭:২২

টি-টোয়েন্টি বিশ্বকাপ; এবার বাংলাদেশকে যে বার্তা দিল স্কটল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ; এবার বাংলাদেশকে যে বার্তা দিল স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক : সবকিছু যদি ঠিক থাকতো তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতো বাংলাদেশ। তবে বর্তমানে আর সেই সম্ভাবনা নেই। নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। বাংলাদেশের সরে যাওয়াতে সুযোগ পাওয়া স্কটিশরা প্রথমবারের মতো কথা বলেছে টাইগারদের নিয়ে।

একেবারে শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য খারাপ লাগছে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রুডি লিন্ডব্লেড বলেন, ‘অবশ্যই বাংলাদেশ দলের প্রতি আমাদের পুরো সহানুভূতি আছে। আমরা কখনোই এভাবে বিশ্বকাপে যেতে চাইনি। বিশ্বকাপের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। এমনভাবে কেউই বিশ্বকাপে খেলতে বা আমন্ত্রণ পেতে চায় না। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আমাদের খারাপ লাগছে।’

বাংলাদেশের কারণে সুযোগ পেয়েও এখন বিশ্বকাপেতেই মূল নজর স্কটল্যান্ডের। অল্প সময়ের মধ্যে ভারতের ভিসা পাওয়াই বড় চ্যালেঞ্জ তাদের জন্য। এখনো ফ্লাইট আর ভিসার প্রক্রিয়া শেষ হয়নি। ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী জানান, এরই মধ্যে ক্রিকেটারদের জার্সি গোছানো শেষ।

বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ডকে এখন গ্রুপ পর্বে লড়তে হবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালির বিপক্ষে। বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে এই ‘লটারি’ লেগেছে স্কটিশদের। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে হবে তাদের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে