শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৯:৩১

জার্সি উন্মোচন স্থগিত! বিশ্বকাপ বয়কটের পথে পাকিস্তান?

জার্সি উন্মোচন স্থগিত! বিশ্বকাপ বয়কটের পথে পাকিস্তান?

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে পাকিস্তান কী অংশ নেবে? তা নিয়ে ধোঁয়াশা যেন কিছুতেই কাটছেই না। শুক্রবার অথবা সোমবার পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও ইতোমধ্যেই শুক্রবার পেরিয়ে গেছে। এবার সব অপেক্ষা আগামী সোমবারের জন্য। তার আগেই নতুন খবর দিল পাকিস্তান। তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি উন্মোচন স্থগিত করা হয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে আজই জার্সি উন্মোচন করার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে জার্সি উন্মোচিত হয়নি। এরপর পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, জার্সি উন্মোচন অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। এর আগে অবশ্য নীতি মেনে পাকিস্তান তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছিল। তখন অনেকেই ভেবেছিলেন, পাকিস্তান তাহলে বিশ্বকাপে যাচ্ছে। এবার জার্সি উন্মোচন স্থগিত করায় অনেকের ধারণা, পাকিস্তান হয়ত বিশ্বকাপ বয়কটের পথেই হাঁটছে।

এদিকে পাকিস্তানের শীর্ষস্থানীয় মিডিয়া আউটলেট এআরওয়াই এর খবরে দাবি করা হয়েছে, দেশটি বিশ্বকাপে যাচ্ছে না, তা এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। পাকিস্তান বিশ্বকাপে অংশ নিলে গেল শুক্রবারই তা অবহিত করতে বলে দাবি করছেন অনেকে। যেহেতু সোমবারের জন্য সিদ্ধান্ত ঝুলিয়ে রাখা হয়েছে, তাই পাকিস্তান বিশ্বকাপ বয়কটের পথেই হাঁটছে বলে ইঙ্গিত মিলেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে