বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১১:০২:২৮

সেই দানব পাল্টে দিয়েছেন ফুটবলের ইতিহাস

সেই দানব পাল্টে দিয়েছেন ফুটবলের ইতিহাস

স্পোর্টস ডেস্ক : সেই ফুটবল মানবের পায়ে ঘুরে গেল ইতিহাস। চমকে গেল গোটা বিশ্ব। মাত্র ৯ মিনিটে একাই দিয়েছেন ৫ গোল। মঙ্গলবার খেলার মাঠের ঘটনায় উম্মাদনার যে বারুদ তা ছড়িয়ে পড়েছে সর্বত্র।

কে জানতো, আগ্নেয়গিরির ভয়ঙ্কর এক বিস্ফোরণ ঘটাবেন ফুটবলের এই লৌহমানব। পায়ের আঘাতে ঘটবে এক স্বরণীয় অধ্যায়। খেলা শুরু হওয়ার খানিকটা পরেই ধাক্কা খায় বায়ার্ন মিউনিখ।

একটি গোল হজম করার প্রতিশোধটা নেয়া হয় ইতিহাস নির্মাণ করে। এই নির্মাতা হলেন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা রবার্ট লেভানডফস্কি।

প্রতিপক্ষ দল ভলফসবুর্গের বিপক্ষে ম্যাচের ৫১ থেকে ৬০, মাত্র ৯ মিনিটে একাই পাঁচ গোল করেছেন লেভানডফস্কি। হ্যাট্টিক করতে লেগেছে মাত্র ৩ মিনিট। অনন্য এক অধ্যায় যোগ হলো বিশ্বফুটবলে।

এ দিন ১-৫ ব্যবধানে পেপ গার্দিওলার দল বায়ার্নের জয় পাওয়ায় টানা ছয়টি আসে তাদের। একই সাথে ১৮ পয়েন্ট সংগ্রহ হওয়ায় সবার শীর্ষে রয়েছে দলটি।

বরুসিয়া ডর্টমুন্ড ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। লেভানডফস্কি এদিন মিখায়েল টোয়েননিয়সের ২৪ বছরের অক্ষত রেকর্ড ভেঙে বুন্দেসলিগায় দ্রুততম হ্যাটট্রিকের নতুন রেকর্ড গড়েন তিনি।

এর আগে ১৯৯১ সালে ছয় মিনিটে হ্যাটট্রিক করেছিলেন ডুইসবুর্গের টোয়েননিয়েস। লিগে দ্রুততম পাঁচ গোলের রেকর্ড এখন লেভানডফস্কির দখলে।
২৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে