সোমবার, ২৮ মার্চ, ২০১৬, ১১:২২:৫৫

সেমির শত্রু ভারত-ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড-ইংল্যান্ড

সেমির শত্রু ভারত-ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড-ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: ভারতের মাটিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মুলপবের প্রতিযোগিতা শেষ করে সেমিফাইনাল নিশ্চিত করেছে চার দল। গ্রুপ-১ থেকে সেমিতে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। অপরদিকে গ্রুপ-২ থেকে উঠেছে নিউজিল্যান্ড এবং আয়োজক দেশ ভারত।

প্রথম সেমিফাইনালে ৩০ মার্চ দিল্লির ফিরোজ শাহ্ কোটলা স্টেডিয়ামে গ্রুপ-১ রানার্স আপ দল ইংল্যান্ড মোকাবিলা করবে গ্রুপ-২ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের। দ্বিতীয় সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৩১ মার্চ গ্রুপ-১ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ-২ রানার্স আপ দল ভারতের বিপক্ষে মাঠে নামবে।

গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড উভয় দল ৩টি করে ম্যাচে জয় লাভ করেছে। কিন্তু রান রেটে এগিয়ে থেকে গ্রুপ-১ এ চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং রানার্স আপ হয়েছে ইংল্যান্ড। এদিকে সুপার টেনের সব কটি ম্যাচে জয় লাভ করে গ্রুপ-২ এর চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড এবং প্রথম ম্যাচে হারার পর টানা তিন ম্যাচ জয়ে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিতে জায়গা করে নিয়েছে ভারত।
২৮ মার্চ,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে