সোমবার, ২৮ মার্চ, ২০১৬, ১১:৪৬:১৩

আফ্রিদিকে তদন্ত কমিটির তলব

আফ্রিদিকে তদন্ত কমিটির তলব

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক হারের হতাশা নিয়ে রোববার দেশে ফিরেছে পাকিস্তান দল। ‘অভ্যর্থনা’র ধরণটা অনুমিতই ছিল। বাস্তবে ঘটলও তাই। ক্রিকেটাররা দেশের মাটিতে পা রাখা মাত্রই তাঁদের উদ্দেশ্যে ভেসে এসেছে ‘লজ্জা, লজ্জা’ ধ্বনি। তবে এখানেই শেষ হয়নি গল্প? অধিনায়ক শহীদ আফ্রিদিকে তলবের জন্য ডাকেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।  

পাকিস্তানের দলের অধিনায়ক শাহিদ আফ্রিদি অবশ্য দলের সঙ্গে ফেরেননি। তিনি কয়েকদিনের জন্য দুবাইয়ে রয়ে গিয়েছেন। তারপরও ছাড়া ছাড় পাচ্ছেন না আফ্রিদি। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের বাজে পারফরম্যান্সের জন্য করাচিতে ডাকা হয়েছে আফ্রিদিকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি জানিয়েছে, ২৮ তারিখ আফ্রিদিকে উপস্থিত হতে হবে। কারণ, তিনি দলের অধিনায়ক ছিলেন। বিশ্বকাপ ক্রাইসিস নিয়ে তার বক্তব্য শুনতে হবে। বিশ্বকাপের কেন সেমিফাইনালে উঠতে পারেনি। তা জানতে চাইবে পিসিবি।
২৮ মার্চ,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে