মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০১:০৭:১০

নিয়ম রক্ষার ম্যাচে লজ্জায় ডুবলো শ্রীলঙ্কা

নিয়ম রক্ষার ম্যাচে লজ্জায় ডুবলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : নিয়ম রক্ষার ম্যাচে জিতে সম্মানরক্ষা করলো দক্ষিণ আফ্রিকা। আর ৮ উইকেটে হেরে লজ্জায় ডুবলো শ্রীলঙ্কা। চার পয়েন্ট নিয়ে গ্রুপে তিন নম্বরে থেকে বিদায় নিলো আমলারা। কিন্তু শেষটা জয়ের সঙ্গেই করলো। উল্টোদিকে, দিলশান, পেরেরাদের হেরেই বাড়ি ফিরতে হচ্ছে।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ১৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১২০ রানই তুলতে সক্ষম হয়। দলের দুই ওপেনার চান্দিমালের ২১ ও দিলশানের ৩৬ রানের ইনিংসে শুরুটা ভাল হলেও পরের কোনও ব্যাটসম্যানই বড় রানের দিকে নিয়ে যেতে পারেননি দলকে। ২০ রান করে অপরাজিত থাকেন শানাকা। দক্ষিণ আফ্রিকার হয়ে দু’টি করে উইকেট নেন অ্যাবট, ফাঙ্গিসো ও বেহারদিন।

জবাবে ব্যাট করতে এসে মাত্র দুই উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যান ডি ভিলিয়ার্সরা। ওপেনার হাশিম আমলার ৫৬ রানের ইনিংসের সুবাদে শুরুতেই জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল দল। আর এক ওপেনার কুক মাত্র ৯ রান করে আউট হলেও ডু প্লেসির ৩১ রানের ইনিংস ভিত তৈরি করে দেয়। তিনি আউট হওয়ার পর ডি ভিলিয়ার্সের অপরাজিত ২০ রানের ইনিংসে ভর করে ১৪ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা।
২৯ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে